পৃথিবীতে সবচেয়ে সুখী কারা?
এই পৃথিবীতে মানুষ ছাড়া। সব জীবজন্তুর রা সুখে আছি।
- আর আমার কাছে মনে হয় সবচেয়ে সুখীকে আছে পাখিরা।
- তারা আনন্দেতে আকাশে উড়তে পারে।
- সারাদিন পেটের ক্ষুধা মিটিয়ে সারারাত শান্তিতে ঘুম পারে।
- ওরা বেলা ওঠার আগেই উঠে যায়।
- মানুষের মতো ১৬৫ তালা, তাদের বিল্ডিং লাগেনা।
- তাদের বিলাসিতা লাগে না।
- তারা গাছের আগায় ছোট্ট একটা ঘরে সংসার বাদে দুজন মিলে।
- এতটুকু অবিশ্বাস নেয় তাদের সংসারে।
- পাখিরা সবচেয়ে সুখী হতে পারে আমার কাছে মনে হয়।
যত ভেজাল শুধু আমাদের মানুষের মধ্যে, হিংসা বিদ্বেষ নিজের স্বার্থের জন্য রক্তপাত, ভয়ংকর রূপ দেখাতে পারি আমরা মানুষেরা। মিথ্যা বলা থেকে শুরু করে কি না করি আমরা। বিলাসিতায় ভরপুর তারপরও আরো চাই আরো চাই।
আমাদের জন্য এখন পৃথিবীর অন্য প্রাণীরা তাদের সুখ হারাতে বসেছে। এখন আমাদের থামার দরকার যতটুক আছে ততটুকু সন্তুষ্ট থাকা দরকার। এই সভ্য সমাজে কেউ অল্পতে সন্তুষ্ট হয় বলে আমার মনে হয় না
এখন বর্তমানে। পাহাড় জঙ্গলের মানুষ বাদে সবাই এখন স্বার্থের জন্য দৌড়ায় এবং বিলাসিতা পিছনে দৌড়ায়। পৃথিবীতে যদি এখনো কোনো জাতি সুখে থেকে থাকে তাহলে বঙ্গোপসাগরের নির্জন দ্বীপে নিষিদ্ধ দ্বীপে কিছু বসতি আছে তাদের সাথে এখনো সভ্য সমাজের কোন যোগাযোগ নাই তারা একমাত্র সুখে থাকতে পারে । মানুষ জাতির ভিতরে।
এখন আর মানুষ সুখের পিছনে দৌড়ায় না। দৌড়ায় ভুকবিলাসিতা আর টাকার পিছনে।