জীবন সংক্রান্ত কোন উপদেশটি আপনি মেনে নিতে পারেন না?
জীবন সংক্রান্ত কোন উপদেশটি আপনি মেনে নিতে পারেন না?
বেশিরভাগ ক্ষেত্রেই এই কথার ব্যাপারে আমি দ্বিমত করি। যারা অলস, কাজকে ভয় করে, শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে তারাই এরকম কথা বেশি বলে। ভরা পকেট মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় যা খালি পকেটে শেখা যায় না।
যে ছেলেটা নিজের খরচ নিজে চালিয়ে অনার্স মাস্টার্স শেষ করেছে, তাদের কে দেখেছি তার সমবয়সী অন্য বন্ধুদের থেকে বেশি স্কিলড, বেশি ভালো চাকুরি করছে, তাদের চোখে জীবনবোধ অন্যদের থেকে বেশি পরিনত।
পকেট ভরার অন্য নাম কাজ করা, আর কাজ করে যে শিক্ষা অর্জন করা যায় তা আর কোন বই বা প্রতিষ্ঠান দিতে পারেনা। শুয়ে থেকে লাখপতি হওয়া, বসে থেকে থেকে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে কোন লাভ নাই ভাই।
একটা টিউশনি করে হলেও নিজের পকেটের পয়সা টা জোগাড় করা শিখুন, জীবন আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবে।