ম্যাচ্যুরিটি কী? আর কে কতটা ম্যাচিউর কিভাবে বুঝবো?
ম্যাচ্যুরিটি কী? আর কে কতটা ম্যাচিউর কিভাবে বুঝবো?
আমার মতে-
যখন আপনি কোন বোকা/অভদ্র মানুষের সাথে তর্কে জড়াবেননা, যখন কোন জ্ঞানপাপী/ঘাড়ত্যাড়া মানুষকে জ্ঞান দিতে যাবেন না তখন আপনি ম্যাচিউরড।
যখন আপনি শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে, রাজপথ কাঁপিয়ে আপনার প্রতিবাদ জানাবেন, অধিকার আদায়ের জন্য যুদ্ধে যাবেন তখন আপনি ম্যাচিউরড।
যখন আপনার বাচ্চার সাথে ঘোড়া ঘোড়া খেলবেন, যখন স্ত্রীর অধিকারের ব্যাপারে সচেতন থাকবেন, পরিবারকে ভালোবাসবেন তখন আপনি ম্যাচিউরড।
যখন ১০ জনের মাঝে সেরা কথাটা বলবেন বাকী সময় চুপ থেকে শুধু শুনবেন তখন আপনি ম্যাচিউরড। কাকে কতটুকু বলতে হবে আর কখন থামতে হবে তা যখন জানবেন তখন আপনি ম্যাচিউরড।
ম্যাচিউরিটির কোন মিটার নেই গন্ডি নেই, যতটুকু ম্যাচিউরড হবেন মানুষের কাছে ততটুকু আকর্ষনীয় হবেন। কখনো ভারিক্কি আর গাম্ভীর্যতার মাঝে ম্যাচিউরিটি, তো কখনো ছেলেমানুষী আর পাগলামির মাঝে ম্যাচিউরিটি।
ধন্যবাদ