মনকে সবসময় উৎফুল্ল রাখার উপায় কী?
মনকে সবসময় উৎফুল্ল রাখার উপায় কী?
Add Comment
মন সবসময় উৎফুল্ল থাকবে না। আলো থাকলে আঁধার থাকবে, সকাল হলে সন্ধ্যা আসবে, শুরু হলে শেষ হবে, ভালো হলে মন্দ রবে, সুখ যদি মন ছুয়ে যায় দুঃখ মনকে ভারী করবে। সবসময় মন প্রফুল্ল রাখা প্রকৃতি-বিরুদ্ধ।
যেহতু দুঃখ যন্ত্রণা থেকে চিরমুক্তির উপায় নেই। তাই মন খারাপের থেকে পালিয়ে বেরানো বন্ধ করুন। মন খারাপ হবে আবার প্রফুল্য হবে। দুটো অভিজ্ঞতাই আমাদের জন্য মূল্যবান।
শুধু ভালোটা নেবেন, আর মন্দের স্পর্শও পাবেন না… এটা হয় না।