কোন জিনিসটা আপনি দেরিতে হলেও জেনেছেন?
কোন জিনিসটা আপনি দেরিতে হলেও জেনেছেন?
১. কলেজ থেকে ইউনিভার্সিটি লাইফ এই সময়ে মেয়েদের পিছনে সময় দেওয়াটা ছিল চরম ভুল৷
২. আজ নয় কাল করব বা পড়ব। এই বিষয় স্টুডেন্ট লাইফে অবহেলা না করাই উত্তম৷
৩. পড়তে বসেছি কিন্তু এমন সময় বন্ধু ফোন দিয়ে বলল বের হতে , বন্ধুত্ব টিকিয়ে রাখতে পড়া ফেলে বের হয়ে গেলাম চরম ভুল৷ বন্ধুটি কিন্তু তার পড়া কমপ্লিট করেই আমাদের বের হতে বলে, এই ব্যপারটা অনেক পরে গিয়ে বুঝা যায়।
৪.সময়ে অসময়ে যেসব বন্ধুদের সাথে ঘুরে টাকা অপচয় করেছি ঐ টাকা যদি নিজের উন্নয়ণে ইনভেস্ট করতাম আজ অনেক দূর এগিয়ে যেতাম৷
৫.হস্তমৈথুন করে শারীরিক, মানসিক কতটা ক্ষতি হয় সেটা কর্মজীবনে পা দেওয়ার সময়, কর্মজীবনে এবং বিবাহিত জীবনে বুঝা যাবে৷ যদিও আমি এখনো তৃতীয় স্টেজে যাইনি৷
৬. মা, বাবা ছাড়া অন্য সবাই আমাকে ছেড়ে চলে যাবে, তাদের সহযোগিতার হাত কমে যাবে৷ এটা বুঝতে একটু সময় লাগে৷ এমনকি যে ভাই আপনাকে নিয়ে অনেক খুনসুটিতে মেতে থাকে সেও একদিন চলে যাবে৷
৭. জীবনে চলার পথে আসলে আবেগ নামক বিষয়টা বয়স ১৮ থাকতে ফেলে দিতে পারাটাই ভাল হয়৷