সবাই বলে আমাকে চালু হতে হবে, চালু হবো কিবাবে?
সবাই বলে আমাকে চালু হতে হবে, চালু হবো কিবাবে?
Add Comment
চালু মানে চালাক intelligent নয়, cunning তো? দয়া করে হতে যেও না বাবু! তাতে সরলতা কে বোকামি মনে করে কেউ একটু আধটু ঠকালে ও ক্ষতি নেই! আজকের পৃথিবীতে ওই তথাকথিত চালু মানুষ এতো বেশি যে পৃথিবীটা নরকে পরিণত হয়ে উঠেছে! কুটিল যে কেউ হতে পারে, কিন্তু সরল হতে পারে না, কারণ সরল হওয়া যায় না, ওটা জন্মগত অতুলনীয় গুন। ভালোবাসা জানাই।