আপনার কি এমন অভিজ্ঞতা আছে যা আপনাকে লজ্জা দেয়?
আপনার কি এমন অভিজ্ঞতা আছে যা আপনাকে লজ্জা দেয়?
আমি যখন শিশু তখন প্রথম দুইজন নব বিবাহিত দম্পতির মধ্যে দিনে দুপুরে সেক্স দেখি। আমি খুব শকড হয়েছিলাম। এখন তো এত কিছু মনে নেই। তবে কিছু কিছু মনে আছে।
শিশুকাল মানে ৬/৭/৮ বছর বয়সে মনে করতাম বিয়ে হলেই বাচ্চা এমনিতেই হয়। শারীরিক সম্পর্ক যে করা লাগে এটা তো জানতাম না।
ছোটবেলায় যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার নিচ তলায় এক ভাড়াটিয়ার বাসার জানালার পর্দার ফাক দিয়ে উকি ঝুকি দিয়ে তাদের “খারাপ কাজ” দেখি।
খুব আতংকের অভিজ্ঞতা বলা যায়। তখন মনে হতো, আল্লাহ, এসব কি করতেছে লোকটা মেয়েটাকে নিয়ে। কি খারাপ লোক কিন্তু তারা ছিলো নব দম্পতি। দিনে দুপুরেই শুরু করে দিয়েছে।
অজানা জিনিস দেখার আকর্ষন কিনা জানি না তবে আমি পর্দার ফাক দিয়ে উকি ঝুকি মেরে যতটুকু দেখার দেখে নিয়েছিলাম।
আমার শিশু মনে বেশ প্রভাব ফেলে সেই দিনের ঘটনা।
লোকটাকে ও মেয়েটিকে এরপরে অনেকবার যাওয়া আসা করতে দেখি। আমি ভাবতাম, এরা বিয়ে করে এসব কি করেছে, ছি: কি নোংরা।
আমি তো জানতাম না যে, বিয়ে করলে সবাই এসব করে। আমি মনে হয় ১৪ কি ১৫ বছর বয়সে প্রথম স্কুলের জীব বিজ্ঞান বই থেকে জানতে পারি নারী, পুরুষের মধ্যে জৈবিক সম্পর্কের ফলে সন্তান জন্ম নেয়।
এর আগ পর্যন্ত ভাবতাম, বিয়ে করলেই বাচ্চা হয় অটোমেটিক।