জীবনের চরম সত্য কোনগুলি, যা সকলেরই জানা উচিত?
জীবনের চরম সত্য কোনগুলি, যা সকলেরই জানা উচিত?
Add Comment
জীবনের চরম সত্য বা সমাজের কিছু নিয়ম —
- সমাজে উপদেশ, পরামর্শ বিনা পয়সায় দেওয়ার মতো অনেক আছে। কিন্তু কেউ নিজ হাতে বিনা পয়সায় সাহায্য করবে না।
- সেই ছোট বয়সে আমাদের ঘাড়ে একটা বইয়ের ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুক্তপাঠ,বিনোদন বা শিশুর নিজস্ব ক্ষমতা উন্মোচন করা হয় না।
- বিয়ে নিয়ে অনেক ধারণা, নিয়ম রয়েছে। খাটো মেয়ে, কালো মেয়ে বা বেকার, স্বল্প আয়ের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না।
- সমাজে অনেক জ্ঞানবান রয়েছে। কিন্তু তাদের জ্ঞান কাজে লাগিয়ে প্রজ্ঞাবান হওয়ার ক্ষমতা সবার নেই।
- আপনি আমাকে যত ভালো মনে করেন হয়তো আমি তত নই।আবার আপনাকে যত ভালো মনে হয় আপনি শতভাগ নন।বাইরে থেকে জাজ করা আমাদের চক্ষু সমস্যায় পড়ে।
- আপনি সম্মান, শ্রদ্ধা এবং সাহাযা্য বেশি পাবেন অচেনা বা নতুন কারো কাছে থেকে। কারণ আপনার সমবয়সী বা আশেপাশের মানুষেরা আপনার সম্পর্কে বেশ ভালো ভাবে জানেন।। তাই আপনাকে খুব কম মূল্যায়ন করে।
- আমাদের মস্তিষ্ক সাধারণত নতুন প্রিয়। অতি সহজেই নতুন কিছুর দিকে আকৃষ্ট হয়ে যায়। যার ফলে আমাদের মধ্যকার সম্পর্কে নানা সমস্যা সৃষ্টি করে। তবে পরিবারের লোক ছাড়া।
- সৎ, ধীর, শান্তস্বভাবের মানুষেরা বেশি সমস্যায় পড়েন।কারণ তাদের দিয়ে যেকোনো কিছু ফোর্স করে করিয়ে নেওয়া যায়। এবং তারা বেশি নিঃসঙ্গ হয়।