জীবন এর মানে কি? আমার কাছে মনে হয় বেঁচে থাকা
জীবন এর মানে কি? আমার কাছে মনে হয় বেঁচে থাকা
“বেঁচে থাকাতেই জীবনের অর্থ” এক অসাধারণ জীবনবোধ ! অধিকাংশ মানুষ যেখানে “কেন বেঁচে থাকব?”র উত্তর খুঁজেছে, আপনি সেখানে ইতিমধ্যেই আপনার উত্তর পেয়ে গিয়েছেন । না, বেঁচে থাকব কারণ বেঁচে থাকাটাই মূল্যবান তাই ! নইলে তো জন্মের আগেও আমি নেই, আর মৃত্যুর পরেও আমি নেই ।
তবে আমার কাছে “জীবনের মানে কী?” এই প্রশ্নের উত্তর নিয়ে চিন্তা করাটাই বৌদ্ধিক আনন্দের এক অফুরন্ত উৎস । এই আনন্দই আমাকে মহাবিশ্বের সম্পর্কে জানতে ও ভাবতে আগ্রহী করে তুলছে, মানুষের অস্তিত্বের মূল্যায়নে নিমগ্ন করছে, দর্শন নিয়ে পড়তে ও আলোচনা করতে উদ্বুদ্ধ করছে, আর সর্বোপরি হয়তো জীবনের অনন্ত গ্লানির মাঝে বেঁচে থাকাটাকে সহনীয় করে তুলতে সহায়ক হচ্ছে ।
আমি যদি এই প্রশ্নের উত্তর সারা জীবনেও না পাই, আমার হয়তো দুঃখ হবে না । শেক্সপীয়ারের ভাষায় জীবন যদি কেবল
but a walking shadow, a poor player,
That struts and frets his hour upon the stage,
And then is heard no more. It is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.
এমনটাও হয়, আমার দুঃখ নেই । কারণ কবিগুরুর ভাষায় “জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ” আমি পেয়ে গিয়েছি; এই মানবজীবন ধন্য হওয়ার জন্য হয়তো এটুকুই যথেষ্ট ।