স্মার্ট হওয়ার কিছু পরামর্শ কী?

    স্মার্ট হওয়ার কিছু পরামর্শ কী?

    Add Comment
    1 Answer(s)

      ১. যখন আপনার আত্মবিশ্বাস থাকবে, ঠিক তখনই আপনার মনে ফুর্তি থাকবে, আর যখন আপনার মনে ফুর্তি থাকবে ঠিক তখনই আপনার সাথে অবাক কিছু (অবশ্যই ভাল কিছু) ঘটবে, যার আশা আপনি নিজেও করেননি।

      ২. সর্বদা মনে রাখবেন কেবল মাত্র ভালবাসার মাধ্যমেই যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা যায়।

      ৩. আপনি আট বছরের হোন বা আশি, যদি আপনি কোনো কিছু শেখা (শিক্ষা) বন্ধ করে দেন, তাহলে আপনি বৃদ্ধ। কোনো ব্যাক্তির বয়স আশি বছর হলেও সে যদি শেখা বন্ধ করে না সে আসলেই যুবক। কারন আপনি যত শিখবেন ততই আপনি মনের দিক দিয়ে সবল হবেন। মনে রাখবেন জ্ঞান না থাকলে কুড়ি বছর বয়সের যুবকও বৃদ্ধ।

      ৪. আপনার প্রতিভা আপনার বয়সের উপর নির্ভর করে না, তা সম্পূর্ণরুপে নির্ভর করে আপনার জ্ঞানের উপর। তাই আজীবন শিখতে থাকুন।

      ৫. আপনি যদি নিজেকে কখনো একা অনুভব করেন, তারমানে আপনি নিজেই নিজেকে চেনেন না। তাই প্রথমে নিজেই নিজেকে চিনতে শিখুন। যেদিন আপনি নিজেই নিজেকে চিনবেন, সেদিন দেখবেন এই সম্পূর্ণ পৃথিবীটাই আপনার সাথে আছে।

      ৬. নিজেকে একা অনুভব করা বন্ধ করুণ। আকাশের দিকে তাকান। দেখুন তো চাঁদ, সূর্য, তারা সবাই একসাথে কেমন আপনার দিকে তাকিয়ে আছে! তারা আপনাকে বলতে চাইছে, যে আপনি একা নন। তারা অনবরত আপনাকে দেখে যাচ্ছে।

      ৭. যত পারেন সঙ্গ কমান। কারন আপনার বন্ধু- বান্ধবের সংখ্যা যত বেশি হবে ততই নানা জনের নানা মত আপনাকে আপনার উদ্দেশ্য পূরণে বাঁধা দিবে। কি বলছেন তারা খারাপ পাবে? দেখুন যতজন বন্ধু আপনার আছে, তারমধ্যে মাত্র হাতে গোণা কয়েকজন, আপনার দুঃসময়ের সাথী। আর বাকিরা! বাকিরা তো নীরব দর্শক। তাছাড়াও আপনি যদি জীবনে সফল হন তাহলে আপনার বন্ধুর অভাব হবে না।

      REFERENCE :- মোটিভেশনাল উক্তি মহৎ লোকের বাণী অমৃত কথা TOP NEW 41 MOTIVATIONAL QUOTES IN BENGALI – Charpatra.com

      ৮. হাজার জন খারাপ বন্ধুর থেকে নিঃসঙ্গ থাকা অনেক ভাল। আর আপনার কোনো সঙ্গী- সাথী না থাকলে তো আরও ভালো। কারন আপনার সাথে থাকা বন্ধুটি মুখে যতই আপনার সুনাম করুক না কেন, মনে মনে সে ঠিকই আপনাকে নীচ চোখে দেখে।

      ৯. বয়স আসলে ভালবাসার মত, এটিকে কখনোই আপনি লুকিয়ে রাখতে পারবেন না।

      ১০. যদি আপনি বৃদ্ধ, তাহলে আপনি নিজেকে পাল্টানোর চেষ্টা না করে, আপনার পরিবেশকে পাল্টান।

      ১১. অ্যাটিটিউড একটি ছোট্ট জিনিস, আর এই ছোট্ট জিনিসটিই বিশাল পরিবর্তন আনতে পারে।

      ১২. জীবনে সফল হতে গেলে সক্ষমতার সাথে সাথে সমপরিমাণ অ্যাটিটিউড থাকা অত্যন্ত জরুরি।

      Professor Answered 16 hours ago.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.