জীবনের আসল অর্থ কী?
জীবন আপনি যেভাবে চালাতে চান তাই হবে আপনার কাছে জীবনের আসল অর্থ। জীবনের মূল লক্ষ্য হলো কিছু দায়িত্ব কর্তব্য পালন, পৃথিবী কে কিছু দেওয়া এবং সুন্দর হয়ে জীবন যাপন করা।
জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত বেঁচে থাকার সময়ের নামই জীবন। এতে থাকে সুখ -দুঃখ, হাসি কান্না।
প্রোটোপ্লাজমের সামগ্রিক ক্রিয়াকলাপ কে জীবন বলে। জীবদেহ যা দ্বারা জীবীত থাকে তাই জীবন।
পৃথিবীতে মানুষ যতক্ষণ অবস্থান করে, অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ক্রিয়া চলে তাই জীবন।
পৃথিবীতে নতুন কিছু করা,, মানুষের সাহায্য সহায়তা,, একজন আদর্শ মানুষ হওয়া সবই জীবনের অংশ।