আপনার জীবনে আপনার লক্ষ্য কী?
জীবন কখনোই উদ্দেশ্যহীন নয়। আমরা প্রত্যেকে পৃথিবীতে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসি। আমিও ব্যতিক্রম নই। যদিও আমার জীবনে তেমন কোনো বৃহৎ বা স্থূল লক্ষ্য নেই, তবু একটি গভীর ও পবিত্র আকাঙ্ক্ষা আমার মনকে সবসময় তাড়া করে। আমি বিশ্বাস করি, এই পৃথিবীতে আমাদের প্রেরণের পেছনে কোনো না কোনো সুনির্দিষ্ট কারণ আছে। তাই আমি চাই, আমার প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ সেই কারণকেই বাস্তবে রূপ দিক।
আমার একমাত্র ইচ্ছা, আমার জীবন এমনভাবে পরিচালিত হোক যেন আমি আমার স্রষ্টার প্রিয় হয়ে উঠতে পারি। এই পৃথিবীর সৌন্দর্য, আকর্ষণ বা ভোগ-বিলাসের মাঝে নিজেকে হারিয়ে না ফেলে, আমি এমন কিছু করতে চাই যা আমার স্রষ্টার সন্তুষ্টি অর্জন করবে। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের পেছনে সময় ব্যয় না করে, চিরন্তন জীবনের সফলতা অর্জনই আমার আসল লক্ষ্য। আমি চাই, আল্লাহ আমাকে এমন কিছু করার তাওফিক দিন, যা তাঁর প্রিয় বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করবে।
জীবনের প্রতিটি অধ্যায় যেন হয় আত্মশুদ্ধি ও ইবাদতের এক নীরব অঙ্গীকার। আমি চাই, আমার এই পৃথিবীতে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এমন কিছু দিয়ে পূর্ণ হোক যা আমাকে আমার মূল উদ্দেশ্যের পথে নিয়ে যাবে—আমার প্রিয় রবের সামনে তাঁর প্রিয় দাস হিসেবে ফিরে যাওয়ার পথে।
এই আকাঙ্ক্ষাই আমার জীবনের একমাত্র দিশারি। হয়তো আমার লক্ষ্য ছোট বা সাধারণ মনে হতে পারে, কিন্তু এই ছোট ইচ্ছার মাঝে লুকিয়ে আছে এক অসীম দুনিয়া। আল্লাহ যেন আমাকে এই লক্ষ্য পূরণের শক্তি ও দৃঢ়তা দান করেন। আমিন।
আশা করি উত্তরটি পেয়েছেন।
© মুহাম্মাদ ইবরাহিম
১৪–০১–২৫ ইংরেজি