নিজেকে উৎসাহ দেওয়ার উপায় কী?
এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একটি টেড বক্তব্য খুঁজে পাই।
টম চি নামের এক ভদ্রলোকের এভরিথিং ইস কানেক্টেড নামের একটি স্পিচ দেখা মুগ্ধ হতে হবে। প্রায় ১৭ মিনিটের মত দারুন এই বক্তব্যটি প্রায় ২৫ লাখ বার দেখা হয়। ভিডিওটির মূল বিষয় সবকিছুই সংযুক্ত। আসলেই কি তাই? প্রতিদিন আমরা বেঁচে থাকি, এরপরে মৃত্যু আসলে সব শেষ। আসলেই কি? টম চি অন্যভাবে ভাবাচ্ছেন আমাদের।
মাত্র ১৫ বছর বয়সে টম চি গবেষক হিসেবে পেশাজীবন শুরু করেন। টম জানাচ্ছেন, মহাবিশ্বের প্রতিটি জিনিস পরস্পরের সাথে কানেক্টেড। কয়েক কোটি বছর আগের ছোট ছোট জীবাণু পরিবর্তিত হয়ে এখন যেমন গাছে পরিণত হয়েছে। তেমনি আমাদের প্রতিটি শ্বাসও ভবিষ্যতের জীবনের প্রাণের উৎস হিসেবে কাজ করছে। আমরা সবাই সংযুক্ত।
স্পিচটি থেকে যা জেনেছি:
-রং দিয়ে জীবনের গল্প লিখতে হয়
-আমরা সবাই সংযুক্ত। আমাদের রক্তপরিবহনে আয়রন করার সৃষ্টি হচ্ছে, সেই আয়রন পরিবর্তিত হয়ে কার্বন হয়ে প্রকৃতিতে যাচ্ছে। সেই কার্বন গাছের মাধ্যমে অক্সিজেনে পরিবর্তিত হয়ে আবার আমাদের কাছেই ফিরছে।
-আমাদের প্রতিটি শ্বাস, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি ভাবনার জোর আমরা যেদিন বুঝব সেদিন থেকে আমাদের মধ্যে পরিবর্তন আসবেই।
লেখাটির মূলসূত্র এখানে।