সফলতা কিভাবে আসে? লেগে থাকার মানসিকতা নিয়ে মেধা ও শ্রমের সমন্বয় ঘটালে কি সফলতা আসবেই?

    সফলতা কিভাবে আসে? লেগে থাকার মানসিকতা নিয়ে মেধা ও শ্রমের সমন্বয় ঘটালে কি সফলতা আসবেই?

    Add Comment
    1 Answer(s)

      কঠোর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সৌভাগ্য নিয়েই পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না। কর্মের মাধ্যমে তার ভাগ্য গড়ে নিতে হয়। পরিশ্রমই সৌভাগ্য বয়ে আনে। উদ্যম, চেষ্টা ও শ্রমের সমষ্টিই সৌভাগ্যের চাবিকাঠি। বারে বারে ব্যার্থতার পর ও লেগে থাকার মানসিকতা নিয়ে মেধা ও শ্রমের সমন্বয় ঘটালে সফলতা আসবেই। কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ হয়।

      জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া কেউ কখনো তার ভাগ্যকে গড়ে তুলতে পারেনি। যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত। যে কাজ একবার শুরু করছেন, তা নিয়ে দ্বিধান্বিত হবেন না।

      সফল হওয়ার অদম্য ইচ্ছা আর পরিশ্রম দিয়ে সেই কাজ করে যান। আমার অভিজ্ঞতায় বলতে পারি, শিক্ষালয়, কর্মস্থল, পেশাজীবন ও খেলাধুলাসহ জীবনের সর্বত্রই অনেক প্রতিভাবান লোকের দেখা মেলে। কিন্তু মনে রাখবেন, শুধু প্রতিভা দিয়েই সফলতা অর্জন হয় না। সফলতার জন্য প্রতিভার সাথে প্রয়োজন ধৈর্য, প্রচণ্ড ইচ্ছাশক্তি ও পরিশ্রম। একাগ্রচিত্তে পরিশ্রম করে যান সফলতা একদিন আপনার দরজায় কড়া নাড়বে।

      যদি আপনি কোনো প্রতিষ্ঠানের নির্বাহী হন, তাহলে আপনার ন্যায়নিষ্ঠা, একাগ্রতা ও নিপুণতা আপনার দলের অন্যদের উৎসাহ-উদ্দীপনা ও প্রেরণা জোগাবে। বড় কিছু অর্জনের জন্য যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে যান।

      জীবনে সফল হতে যে ৭টি ধাপ মেনে চলবেন

      • সবার আগে নিজেকে গুরুত্ব দিন
      • সামনে এগিয়ে যাওয়া থামাবেন না
      • অন্যরা কী ভাবছে তা ভাবার দরকার নেই
      • দৃষ্টিভঙ্গি বদলান
      • ইতিবাচক মানুষের চারপাশে থাকুন
      • মাথা খাটান
      • নিজেকে মাঝে-মধ্যে ছুটি দিন

      #শিক্ষামূলক আর্টিকেল এবং নানান টিপস পেতে ভিজিট করুন অনুপ্রেরণার গল্প।

      Professor Answered 23 hours ago.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.