পঞ্চম প্রজন্মের কম্পিউটারের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?

পঞ্চম প্রজন্মের  কম্পিউটারের বৈশিষ্ট্য কি?

Add Comment
1 Answer(s)

    ব্যবহারের ক্ষেত্রে এখনো চতুর্থ প্রজন্মের কম্পিউটার প্রচলিত আছে। আমেরিকা ও জাপানে পঞ্চম প্রজন্মের কম্পিউটার চালুর অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রয়োগ করা হচ্ছে।
    বৈশিষ্ট্য: 
    ১। কৃত্রিম বুদ্ধিমত্তা। 
    ২। সমৃদ্ধশালী মাইক্রোপ্রসের। 
    ৩। বর্তনীতে অপটিক্যাল ফাইবারের ব্যবহার। 
    ৪। মানুষের কণ্ঠস্বরের মাধ্যমে প্রদত্ত নির্দেশের অনুধাবন। 
    ৫। সুপার কম্পিউটারের উন্নয়ন। 
    ৬। Super VLSI (Very Large Scale Integration) চিপ অবতারণা করা হয়েছে। 
    ৭। KIPS (Knowledge Information Processing System) ব্যবহার করা হচ্ছে।

    Professor Answered on March 13, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.