প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য কি?

Add Comment
1 Answer(s)

    প্রথম প্রজন্মের কম্পিউটার: ১৯৫১ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে অনুমান করা হয়। প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোয় ভ্যাক্যুয়াম টিউব ব্যবহার করা হতো। অসংখ্য ডায়োড, ট্রায়োড ভালব, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় ও স্বল্প গতিসম্পন্ন। এ প্রজন্মের কম্পিউটারে বিদ্যুৎ খরচ বেশি হতো এবং প্রচুর তাপ উৎপন্ন হতো।
    বৈশিষ্ট্য: ১। ভ্যাক্যুয়াম টিউববিশিষ্ট ইলেকট্রনিক বর্তনীর ব্যবহার। ২। চুম্বকীয় ড্রাম মেমরি। ৩। সীমিত ডেটা ধারণক্ষমতা। ৪। বিশাল আকৃতির । ৫। পাঞ্চকার্ডের উপযোগী ইনপুট/ আউটপুট সরঞ্জাম। ৬। রক্ষণাবেক্ষণ ও উত্তাপসমস্যা এই প্রজন্মের বড় অসুবিধা। উদাহরণ: IBM 704, IBM 709

    Professor Answered on March 13, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.