কোন কোন ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত নয় বলে আপনি মনে করেন?
কোন কোন ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত নয় বলে আপনি মনে করেন?
১.আপনার সামনে লোভনীয় সব খাবার
খেতে লজ্জা পাওয়া মোটেই উচিত নয়। তাছাড়া জানেনই তো খাবারের সাথে কোন আপোস করতে নেই।
২.কোথাও গেলেন, আর প্রকৃতির ড এলো। কাউকে জিজ্ঞাসা করে সঠিক ঠিকানা খুঁজে পেতে কোন দ্বিধা নয়, কোন লজ্জা নয়।
৩.আপনার পকেট একেবারেই খালি। বাবা কিংবা মার কাছ থেকে, বড় ভাই কিংবা বড় বোনের কাছ থেকে টাকা চাইতে কোন লজ্জাই নয়।
৪.স্বামীর কাছে স্ত্রীর কিংবা স্ত্রীর কাছে স্বামীর কোন কিছু চাইতে কোন লজ্জা নয়।
৫. সিরিয়াস মোমেন্টে হাসি পেলে হাসবেন। কোন লজ্জাই পাবেন না। যা হবার পরে হবে।
৬.কাউকে ভালোবাসেন, কিন্তু লজ্জার কারনে বলতে পারছেন না। এমন হলে হবে না।
কারন প্রেম করতে হলে লজ্জা ভাঙতেই হবে, এছাড়া আর কোন উপায় নেই।
৭.মনে মনে কিছু ভেবে রেখেছেন, কিন্তু লজ্জার কারনে বলতে পারছেন না, এমন কোন পরিস্থিতিতে অবশ্যই লজ্জা পাওয়া উচিত নয়।
ধন্যবাদ প্রশ্নকর্তাকে, এত সুন্দর প্রশ্ন করার জন্য।