10773
Points
Questions
23
Answers
5384
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন, বিচার ও আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন। [সূত্র : ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮]
- 529 views
- 1 answers
- 0 votes
চেকের মামলা হল কেউ যদি আপনার কাছ থেকে টাকা নেয় একটি চেক দিয়ে যেমন ধরেন আপনার কাছ থেকে ৫০,০০০ টাকা ধার নিল কোনো ব্যাক্তি এখন সে আপনার টাকার বিনিময়ে আপনাকে একটি চেক দিল এখন আপনি চেকটি নিয়ে ব্যাংকে গেলেন এবং ব্যাংক কর্মকর্তা বলল চেকে টাকা নাই এখন সে আপনাকে একটি সাইন করে দিবে। আপনি এই সাইনটি নিয়ে গিয়ে থানায় মামলা করতে পারবেন ৫০,০০০ উল্লেখ করে। তারপর প্রশাসনেরা আপনার টাকা উদ্ধার বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কেউ যদি খালি চেক এ সাইন কর দেয় তাহলে পাওনা দার ব্যাক্তি যত খুশি টাকা উল্লেখ করে মামলা করতে পারবে।
- 498 views
- 1 answers
- 0 votes
আপনি ওয়ারিস সূত্রে মালিক হলে জমি বন্টনের আগে বিক্রি করতে পারবেন। সেক্ষত্রে ওয়ারিশ সার্টিফিকেট ও পর্চা থাকতে হবে। আর বন্টন হলো ভোগ দখলের জন্য।
- 548 views
- 1 answers
- 0 votes
সাধারনত মহিলারা মিথ্যা নারী নির্যাতন মামলা করে থাকে। যদি পারিবারিকভাবে সমাধান হবে বলে মনে করেন তাহলে সমাধান করতে চেস্টা করেন।
আপনি অপরাধ করেন আর না করেন মামলা হলে জেলে যেতেই হয়।
যদি সামাজিকভাবে সমাধান করা না যায় তাহলে পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করে তালাক দিন। তাহলে কিছুটা সমস্যা লাগব হতে পারে।
- 694 views
- 1 answers
- 0 votes
ফোজদারী কার্যবিধির ১০৭ ধারায় আবেদন করা হয় মুসলেকা গ্রহনের জন্য। আপনি যদি কাউকে কোন হুমকি প্রদান করেন তাহলে সে এই ধারায় মামলা করতে পারে।
আপনার বিরুদ্ধে এমন কোন মামলা হয়ে থাকলে আইনজীবির মাধ্যমে মামলার জবাব দেন। তাহলে মামলা শেষ হয়ে যাবে।
আর মিথ্যা মামলা করে থাকলে আপনি নিজেও মিথ্যা মামলা করে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় মামলা করতে পারবেন।
- 2323 views
- 1 answers
- 0 votes
৩ মাস বা ৯০ দিন পর কাবিননামা তুলতে পারবেন।
- 576 views
- 1 answers
- 0 votes
বাইক চালানোর জন্য বাইকের বৈধ রেজিস্ট্রেশনের কাগজ, ইন্সুরেন্স, ব্লু বুক, ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভারের লাইসেন্স ও চালক-যাত্রীর হেলমেট থাকতে হবে।
- 453 views
- 1 answers
- 0 votes
বাটোয়ারা শব্দের অর্থ বণ্টন, বিভাজন, সম্পদ, সম্পত্তি বা অংশ ভাগ করা, ভাগ করে বিতরণ ইত্যাদি। টাকা-পয়সা বা জায়গা-জমি ভাগ (বাটোয়ারা) করা নিয়ে যে মামলা হয়, তাকে বাটোয়ারা মামলা বা বণ্টন মোকদ্দমা বলে। আদালতে দায়েরকৃত অভিযোগ ও তার বিচারপ্রক্রিয়া হচ্ছে মামলা বা মোকদ্দমা আর জমি ভাগ নিয়ে মামলা বা মোকদ্দমা হচ্ছে বাটোয়ারা মামলা বা বণ্টন মোকদ্দমা।
- 559 views
- 1 answers
- 0 votes
কল্যাণমুলক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে :
**কল্যাণমুলক রাষ্ট্র সর্বদাই ব্যক্তিস্বাতন্ত্র্য ও অধিকার স্বীকার ও সংরক্ষণ করে।
**রাষ্ট্রসমাজের মঙ্গলের জন্য সামাজিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করে। রাস্তাঘাট, এতিমখানা, সরাইখানা, খাদ্য ভর্তুকি প্রদান কর্মসংস্থান ব্যবস্থা করে।
**বেকার ভাতা, অবসরকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রদান করে।
**সচ্ছলদের উপর উচ্চহারে কর ধার্য করে দরিদ্র ও দুঃস্থদের সাহায্য ও পূর্ণ বাসনের ব্যবস্থা করে।
**কৃষক, শ্রমিক ও মজুরদের স্বার্থ রক্ষার জন্য ন্যূনতম মজুরির ব্যবস্থা করে জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে।
**সমবায় সমিতি গঠন ও শ্রমিক কল্যাণ সমিতি গঠন করে কৃষক শ্রমিক ও মজুরদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করে।
- 4007 views
- 1 answers
- 0 votes
বাংলাদেশের দণ্ডবিধির ৩০৬ ধারায় বলা হয়েছে যে কেউ যদি কাউকে আত্মহত্যার প্ররোচনা দেয় তবে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করা হবে।
- 583 views
- 1 answers
- 0 votes