জাতীয় পরিচয় পত্র কীভাবে সংশোধন করবো?
জাতীয় পরিচয় পত্র কীভাবে সংশোধন করবো?
অনেকের জাতীয় পরিচয়পত্রের তথ্যে বিভিন্ন ভূলভ্রান্তি থাকে যা নিয়ে ভোগান্তি পোহাতে হয়। যেমন পরিচয়পত্রে নিজের নাম, পিতা, মাতা, স্বামী, স্ত্রী ও অভিভাবকের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ ও ঠিকানা ভুল থাকতে পারে। সে ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রটি সংশোধন কিংবা বদল করতে নিতে হবে। সংশোধনের জন্য প্রার্থীকে সাদা কাগজে এনআইডি নিবন্ধন কর্তৃপক্ষ/উপজেলা/থানা/জেলা অফিস কর্মকর্তার কাছে প্রয়োজনীয় তথ্য উপস্থান করে আবেদন করতে হবে। এই আবেদন ঢাকাস্থ আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্প কার্যালয়ের নির্ধারিত ফরমেও করা যায়। আবেদনটি প্রকল্প কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিলে সেখান থেকে প্রাপ্তি স্বীকারপত্র (প্রাপ্তি নম্বরসংবলিত) দেওয়া হয়। তাতে সংশোধিত জাতীয় পরিচয়পত্র দেওয়ার তারিখ উল্লেখ থাকবে। এই তারিখের সাত দিনের মধ্যে কাউন্টার থেকে সংশোধিত পরিচয়পত্র নিতে হবে।