অলিভ অয়েল মুখে দিয়ে ঘুমালে কি লোম বড় হয়ে যাবে?
অলিভ অয়েল মুখে দিয়ে ঘুমালে কি লোম বড় হয়ে যাবে?
Add Comment
অলিভ ওয়েল দিলেই মুখের লোমের দৈর্ঘ্য বাড়বে বা ব্রণের গর্ত দূর হবে এমনটা নয়। তবে নিয়মিত ত্বকের যত্ন নিলে ভেতর থেকে পরিষ্কার ত্বক এসে গর্তকে ভরাট করবে। আপনি প্রচুর ভিটামিন সি, ই ও এ যুক্ত খাবার খান। বিশেষত গাজর, কমলা, আমলোকী খেলে ত্বক ও দাঁত দ্রুত ভাল হয়। তবে হ্যাঁ, আপনার ত্বকে যদি সক্রিয় প্রদাহ থাকে ( যেমন, ক্রমাগত ব্রণ, পুঁজ, চুলকানি ইত্যাদি থাকে) এবং দাগগুলো খুব পুরাতন হয়, তাহলে শুধুমাত্র অলিভ ওয়েলের ভরসায় না থেকে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।