আজ আমি আপনার থেকে কী শিখতে পারি?
আজ আমি আপনার থেকে কী শিখতে পারি?
আজ আমি আপনাদের একটি গল্প শোনাতে যাচ্ছি। কিন্তু শেষে একটি প্রশ্ন থাকবে। প্রশ্নটির সঠিক উত্তর জানলে আশা করছি আপনার জীবন আরো সুখের হবে।
আজকাল সবাই কমবেশি চা পান করে থাকেন। এবার ধরুন, একটি ক্যাফেতে আপনি এবং আপনার বন্ধু পাশাপাশি বসে আরামসে গল্প করতে করতে এক এক পেয়ালা চা পান করছেন। দুজনেরই চা যথেষ্ট গরম। আপনি দেখলেন আপনার বন্ধু যেটা করছেন তা হলো, একটু করে ফু দিচ্ছেন, চায়ের যতটুকু অংশ ঠান্ডা হচ্ছে, তা চুমুক দিয়ে গলাধঃকরণ করছেন। অথচ আপনি সম্পূর্ণ চায়ের ঠান্ডা হওয়ার অপেক্ষা করছেন। আস্তে আস্তে আপনার বন্ধুর চায়ের পেয়ালা খালি হওয়ার মুখে চলে আসলো। অথচ আপনি তখনও চা পান করা শুরুও করেননি। এবার বলুন তো কার বেশি সময় লাগবে? Obviously, আপনার। কিন্তু এখানে প্রশ্ন সেটা নয়। তাহলে সঠিক প্রশ্নটি কী?
সঠিক প্রশ্নটি হল- আপনার উদ্দেশ্য কি? চা শেষ করা নাকি আপনার বন্ধুর আগে চা শেষ করা? যেই আগে শেষ করুন না কেন, আপনারা ওখান থেকে বেরোবেন একসাথেই। এখানে যেমন আপনার উদ্বেগের কোন কারণ সৃষ্টি হয় না, যেহেতু আপনি জানেন যে চা পান করা কোন প্রতিযোগিতা নয় যে আমাকে আমার বন্ধুর আগে শেষ করতে হবে।
ঠিক তেমনটাই ঘটে আমাদের জীবনের সাথে। জীবনের সফলতা প্রাপ্তির ক্ষেত্রে যখন আপনি দেখেন, আপনার বন্ধু প্রতিনিয়ত চেষ্টা করছে এবং আপনার আগে তার সফলতা প্রাপ্তি ঘটছে, তখন নিজের মন ভাঙবেন না। ধৈর্যশীল হন। আপনার উদ্দেশ্য কি সেটা মাথায় রাখুন। এটা জীবন, কোন প্রতিযোগিতা নয়। আপনিও আপনার বন্ধুর পথ অবলম্বন করতে পারেন। আবার সঠিক সময়ের অপেক্ষাও করতে পারেন। হয়তো কোনোটাতে আগে, কোনোটাতে পরে সফলতা আসবে। কিন্তু আসবেই।
তাই যখনই আপনার পরিপার্শ্বিক পরিবেশের সকলকে সফলতা অর্জন করতে দেখবেন, এবং নিজেকে ব্যর্থ বলে মনে করবেন, তখন মনে একটি প্রশ্ন আনবেন- “আমার উদ্দেশ্য কী?”
সঠিক জায়গায় নিজেকে সঠিক প্রশ্ন করতে শিখুন। কারণ ঈশ্বরের আশীর্বাদে প্রশ্নের উত্তরগুলি আমাদের কাছে তৈরি থাকে, শুধু প্রশ্নটিই ভুল করা হয়।
ধন্যবাদ। ☺️
ভালো লাগলে অবশ্যই আপভোট দেবেন।
(ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই ছবিতে সিগারেট থাকার ত্রুটি মার্জনা করিবেন)