আত্মা এবং মনের মধ্যে পার্থক্য কী?

    আত্মা এবং মনের মধ্যে পার্থক্য কী?

    Add Comment
    1 Answer(s)

      ভাই মন বলতে কোন কিছুই নেই!!! হে তবে আত্মা আছে ।

      এখন আসুন জেনে নিই আত্মা কি জিনিস?

      আত্মা হলো মানবদেহের শক্তি (power) । যেই পাওয়ারের মাধ্যমে মানবদেহের হৃদয়টা চলে। আবার বলবেন না যে ভাই আমাদের হৃদয়টাইত আমাদের মন । অসম্ভব মানব দেহের হৃদয়ের একটা সুনির্দিষ্ট কাজ আছে , সেই কাজটা কি ? হৃদয় ❤️ প্রতি সেকেন্ডে মানবদেহের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে রক্তের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে থাকে।

      আত্মা হলো মানবদেহের অদৃশ্য শক্তি। তার মধ্যে বিশেষ কিছু শক্তি গুন রয়েছে, যেমন-:

      ১। ইচ্ছা শক্তি ।

      ২। অনুভূতি।

      ৩। দেহ নিয়ন্ত্রণ করে।

      ৪। আত্মা অমর।

      মন বলতে আমি যা বুঝি সেটা হলো আত্মার রূপক নাম ।

      ধন্যবাদ।

      Professor Answered on May 4, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.