আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
আপনার জানা শিক্ষামূলক একটি গল্প আমাদের বলবেন কি?
এক ব্যাক্তি এক শীতের সকালে তার ধানক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি একটি সাপ দেখতে পেলেন। সাপটি ঠান্ডার কারণে প্রায় আধমরা অবস্থায় ছিল। সাপটিকে দেখে তার মায়া হলো। তিনি সাপটিকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এনে এটিকে আগুনের পাশে রাখলেন। আগুনের উষ্ণতায় সাপটি সুস্থ হয়ে উঠল। তিনি সাপটিকে দুধ খেতে দিলেন। সেই থেকে সাপটি তার বাড়িতে তার পরিবারের সাথে থাকত।
এভাবে কিছুদিন চলতে থাকল। লোকটি সাপটিকে তার ছেলেদের সমান আদর করত।
একদিন, লোকটির ছেলেগুলো সাপটির সাথে খেলছিল। খেলতে খেলতে সাপটি একটি ছেলেকে কামড় দিল। ফলে বিষাক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে ছেলেটি মারা গেল। সাড়া বাড়িতে কান্নার রোল পড়ে গেল।
লোকোটি বাড়িতে এলেন। তিনি একটি লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেললেন।
শিক্ষা: এ পৃথিবীতে কিছু ব্যক্তি আছে যারা সবসময় নিজের কথা ভাবে। তাদের থেকে দুরে থাকুন। মনে রাখবেন, “যার যা প্রাপ্য, তাকে তা-ই দিতে হয়। “