আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কী?
আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কী?
Add Comment
কয়েকবার মৃত্যুর খুব কাছ থেকে ফেরত আসার অভিজ্ঞতা হয়েছে। প্রতিবারই মনে হয়েছ, কয়েক সেকেন্ডের ব্যবধানে হয়তো সব শেষ হয়ে যেত।
প্রতিবারের অভিজ্ঞতা গাড়ি দূর্ঘটনা। ঢাকায় লেগুনা চলে কিছু রুটে। আমি সেটার সামনের দিকে বসে ছিলাম। মেয়েরা সাধারণত এসব গাড়ির সামনের দিকের কর্নারেই বসে। এমন এক দিনে হঠাৎ একটা দ্রুত গতির বাস এসে পিছন দিকে ধাক্কা দেয়, ঠিক আমি যে জায়গাটায় বসে ছিলাম সেই বরাবর। লেগুনার ঐ অংশটা একদম দুমড়ে-মুচড়ে গেল। আমার কিছুই হলো না। আলহামদুলিল্লাহ!!! একটা সামন্য আচড়ও না।
তবে আমি খুব ভয় পেয়েছিলাম সেইবার। এক মুহূর্তের জন্য চোখের সামনের দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিলো।