আপনার জীবনের সবচেয়ে লজ্জার মুহূর্ত কোনটি?
আপনার জীবনের সবচেয়ে লজ্জার মুহূর্ত কোনটি?
বয়স তখন আমার সবে চার কি পাঁচ। কিছু কেনার জন্যে দকানে জাচ্ছি, একা আমি। রাস্তায় কোন এক পাাড়ার কাকু আমাকে দিল্লাগি করে চার আনা (২৫পইসা) দিয়ে বলল আমাকে বুয়া এনে দিস তো। ভাগ্য ক্রমে সেদিন দকানে এক মহিলা ছিল তিনি সম্পরকে আমার বউদি হন। দকানে গিয়ে বউদি কে বল্লাম বউদি চার আনার বুয়া দিন তো। আমার কথা সুনে বউদি প্রথমে থতমত খেয়ে কনফারম হউয়ার জন্য আর এক বার জিজ্ঞাসা করলে আমি রিপিট করে বললাম । এবার বউদি কিছু না বলে লাঠি নিয়ে আমাকে মারার জন্য ছুটে । পরে সেই বউদি মার কাছে নালিস করে। আমি পিটুনি খেলাম মার কেছে। তার পরে মা বুঝিয়ে বলল যে ওটা খারাপ কথা, বলতে নেই, বুঝলাম যে আমি যেটা চেয়েছিলাম সেটা বকনা কথা / খারাপ কথা । বড় হয়ে আমি বুঝলাম সেটা কত টা খারাপ জিনি্স। আর একখন বউদি কে দেখলেই লজ্জায় মাথা নিচু হয়ে যাই।