আপনার জীবনে করা ভুল থেকে আমাকে একটা পরামর্শ দিন?
আপনার জীবনে করা ভুল থেকে আমাকে একটা পরামর্শ দিন?
কাউকে ভুলতে না পারা জরুরী নয়,প্রাপ্ত শিক্ষা মনে রাখা জরুরী,নিজেকে ভালোবাসতে শেখা জরুরী,নিজের জন্য মানসিক শক্ত হয়ে বেঁচে থাকা জরুরী, চোখের জল মুছে হাসতে পারা খুব খুব কঠিন ভাবে জরুরী!
কেউ তোমাকে অবহেলা করছে তোমাকে unwanted অপ্রয়োজনীয় অনুভব করাচ্ছে তুমি কেন তার কাছে তারপরও আন্তরিকতা ভালোবাসার আবেদন নিয়ে নিয়ে ছোট হতে হতে সেল্ফ রেস্পেক্ট নষ্ট করে অবশেষে নিজেকে মানসিক রোগী করলে ??
সুস্থ থাকতেই এ পৃথিবীতে এতো সোজাভাবে মানুষের কদর পাওয়া যায়না l আর তুমি ভাবছো ডিপ্রেশন হাউমাউ করে কান্না, ওভার থিংকিং, সন্দেহ,ডিপ্রেশন নিয়ে তুমি নিজেকে শক্ত ভাবে খুব দাঁড় করিয়ে ফেলতে পারবা? ??
একদম ভুল তোমার ভাবনা l দুনিয়া দৌড়ায় চমকে স্মার্টনেসে মানসিক শক্ত থেকে নিজের খেয়াল নিজে রাখতে পারা মানুষের পেছনে ll
তুমি যার জন্য বেহায়া অপদস্ত মানসিক কষ্টে আছো তোমার এগুলো কোনদিন তাকে মুগধ করবেনা এটা মনে রাখবা l সে তার জীবনে ভালোই আছে l তুমি পড়ে আছো কষ্টে তাই তোমার তোমাকে কাউন্সেলিং নিয়ে আগে নিজেকে গুছিয়ে আনতে হবে l
আবারো বলছি নিজেকে শক্ত ভাবে গড়ে তোলার একমাত্র কোর্স আমাদের অনলাইন ৩০ দিনের চ্যালেঞ্জ কোর্সটি l এ কোর্সটি নিজের সে কষ্ট থেকে ওভারকাম করে নিজের ভিতর আবেগের sharpness গড়ে তোলা l
তুমি কাকে কখন কতটুকু গুরুত্ব দিবে সেইটা তোমার জানা থাকা বেশ দরকার !!
তুমি কাকে পাওয়ার জন্য কি ছাড়বে আর কি পাওয়ার জন্য কি ত্যাগ করবে এগুলো খুব সুক্ষ্মভাবে মেইনটেইন করাটা বেশ প্রয়োজন।একটা ভুল মানুষের বা একটা ভুল বিষয়ের পিছনে ছুটতে গিয়ে অনেকসময় আমরা জীবনের সবচেয়ে ইম্পরট্যান্ট মানুষগুলিকে অবহেলায় হারিয়ে ফেলি।জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ মানুষ হারিয়ে যাওয়া মানে অনেক বড় কিছু… অনেক !! 🙂
কখন কোথায় শুরু করতে হবে আর কখন কোথায় থামতে হবে, কাকে কতটুকু PRIORITY
দিতে হবে সেই কন্ট্রোল রাখতে পারাটাও বড় একটা art skill big factor !!
যেটি এ ৩০ দিনের চ্যালেঞ্জ কোর্সে আপনি স্কিল রপ্ত করতে পারবেন ইনশা আল্লাহ l