আপনার জীবনে করা ভুল থেকে আমাকে একটা পরামর্শ দেন?
আপনার জীবনে করা ভুল থেকে আমাকে একটা পরামর্শ দেন?
আমার জীবনের সবচেয়ে ভুল ছিল! আমাদের গ্রামে অন্য কোথাও থেকে নতুন একটি ফ্যামিল এসে বাড়ি বানিয়েছিল। চাচার ছিল দুইটি মেয়ে, বড় মেয়েটি ডিভোর্সি ছিল।৷ কিছুদিন পর বড় মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক হয় এবং আমি সেক্স করি! এভাবে প্রায় সাত-আট মাস কেটে যায়। গ্রামে আমার একটি বন্ধু ছিল ওর সাথে আমি বিষয়টি শেয়ার করি এবং বলছি আজকে ওর সাথে সেক্স করবো ওর বাবা-মা বাড়িতে নেই। আমার সোনা চান বন্ধুটি বলেছিল কিভাবে বাসায় ঢুকবি উত্তরে আমি বলেছিলাম জানালায় পাঁচবার টুকা দিলে দরজা খুলে দেয় এবং আমি ভিতরে চলে যাই! ও বলে রাখা ভালো মেয়েটি যখন দরজা খুলে দিত তখন সব লাইট বন্ধ করে রাখে।
মূল ঘটনায় আসি! রাতে কনডম আনতে বাজারে গিয়ে বন্ধুর সাথে বাজারে দেখা হয়েছে সে জিজ্ঞেস করেছিল কখন যাবি আমি উত্তরে বলেছিলাম এখনি চলে যাব! একটু পরেই চলে আসলাম এসে জানালায় নক করলাম কিছুতেই দরজা খুলছে না বরং ভিতর দস্তাদস্তির শব্দ শোনা যায়। সকল কৌশল অবলম্বন করলাম কিছুতেই ভিতরে ঢুকতে পারলাম না! অনেকক্ষণ অন্ধকারে বসে থাকলাম এবং হঠাৎ দেখি দরজা খুলে আমার বন্ধুটি বাহির হচ্ছে। বাসায় চলে গিয়ে ঘুমিয়ে থাকলাম কিছুতে ঘুম আসছে না! সকাল হতেই মেয়েটির সাথে দেখা করলাম মেয়েটি আমাকে বলল তুমি আমার সঙ্গে এমন কেন করেছ, কি হয়েছে জানতে চাইলে মেয়েটি আমাকে বলল তুমি না এসে তোমার বন্ধুকে কেন পাঠিয়েছো? আমি কি নষ্ট মেয়ে ছিলাম? !!!!!! এই হল আমার বন্ধুর কাহিনী আমার সঙ্গে প্রতারণা করে মেয়েটির সঙ্গে সেক্স করেছে। আজ তিনজন তিন দেশে। এই বিষয় নিয়ে আজ কেউ কারো সঙ্গে কথা হয় না।