আপনার মতে জীবনের সেরা নিয়মগুলো কী কী?
আপনার মতে জীবনের সেরা নিয়মগুলো কী কী?
Add Comment
- কারো সঙ্গে কথা না বলে কেবল আপন মনে বাস করা। এমন মানসিক স্বয়ংসম্পূর্ণতা লাভ করা, যার ফলে একাকীত্ব বোধ আর থাকে না। নিজেই বন্ধুরূপে নিজের কানের কাছে চিরকাল কথা বলা এবং মুখ দিয়ে নিজরূপে তার জবাব দেওয়া।
- যখন কারো সাথে কথা বলব তখন নিজেকে গাধা প্রমাণ করতে হবে; বিপরীতপক্ষের মানুষটা যেহেতু আমি তাই তাঁর সব কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। নিজের সম্পর্কে কিছুই বলা যাবে না যতক্ষণ পর্যন্ত বিপরীতপক্ষের আমিটা কিছু জানতে না চাইবে।
- আমি+তুমি(মহাবিশ্বের যা কিছু অস্তিত্বশীল এবং অনস্তিত্বশীল) = আমি। আমার সাথে আমি নেতিবাচিক কিছু ভাবতে কিংবা করতে পারি না।
- পরিবার স্বর্গ। সকল স্বর্গবাসীর নিয়মিত যত্ন এবং দায়িত্ব নেওয়া অবশ্যকর্তব্য।
- প্রিয়জনের জন্য অপেক্ষা কর। যদিও সে অপেক্ষা সুদীর্ঘ। তবে পাবে তুমি প্রত্যাশিত প্রিয়কে। যদি সংযমের সহিত অপেক্ষা না কর তবে পস্তাবে। ভুল কাউকে গ্রহণ করো না।
- নিজের ত্রুটি সচেতনভাবে কাউকে বুঝতে না দেওয়া। প্রয়োজনাতিরিক্ত কথা না বলা। স্মার্ট ওয়ার্ক করা। প্রতিদিন এক পা এক পা করে এগিয়ে যাওয়া। কথা নয় কাজ; নীরবতায়।
- শিল্প-সাহিত্য-চলচ্চিত্র, লেখালেখি, কোর্সেরা, ডুয়োলিংগো আমার সুখ।
- এক দিনের জন্য বাঁচা। প্রতিটা রাত শেষ রাত। প্রতিটা সকাল নতুন সকাল।
- জন্মের আগে এবং মৃত্যুর পর কী হবে- অজানা। তাই এই জানা পৃথিবীর সর্বোচ্চ দান মুহূর্তে পঞ্চেন্দ্রিয়ে উপভোগ করা।
- নতুন কিছু সৃষ্টির প্রেরণায় সর্বদা মগ্ন থাকা। যা হবে অনন্য এবং সর্বজনীন।