আপনি জানেন এমন অবাক করা তথ্য কোনগুলো?

    Add Comment
    1 Answer(s)

      রাগী মেয়েরা বেশি দিন বাঁচে না…

      এক গবেষণায় জানা গেছে যে রাগি মেয়েদের আয়ু তুলনামূলকভাবে কম.. গবেষকরা দেখেছেন যে রাগি মেয়েদের গ্রন্থি থেকে এক প্রকার স্ট্রেস হরমোন বের হয়.. যা রক্তে কোলেস্টেরলের মাত্রা ভয়ানকভাবে বাড়িয়ে দেয়.. রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার দরুন রক্তনালির দেয়াল পুরু হয়ে যায়..যার ফলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং স্বাভাবিক আয়ু কমে আসে..তাই বিজ্ঞানীরা বলেছেন বেশি দিন বেঁচে থাকতে চাইলে রাগ দমন করে হাসিখুশি থাকা মেয়েদের জন্য বুদ্ধিমানের কাজ..

      2.ইংল্যান্ডের সংবাদপত্রে 1647 সালে সর্বপ্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয়..

      3.গিরগিটির মতো দেখতে টুয়াটারা নামের এক জাতীয় সরীসৃপ আছে ,,
      এদের রয়েছে তিনটি চোখ…

      4.সুরেলা গান গাইতে না পারলেও কিছু মাছ মিউজিক্যাল সাউন্ড সৃষ্টি করতে সক্ষম .. সাইরেন নামের এক জাতীয় ভূমধ্যসাগরীয় মাছ সুরেলা শব্দ করে..

      5. ৮ সংখ্যা সিনড্রোম..হ্যাকেন স্যাক (নিউজার্সি) এর কেলি ১৯৮৮ সালের ,৮ম মাসের (আগস্ট ) ৮ দিনের সকাল ৮ বেজে ৮ মিনিটে জন্মগ্রহণ করেন..

      6.অবিশ্বাস্য হলেও সত্য যে মাছ দাঁড়ানো অবস্থায় সাঁতার কাটে.. সি হর্স নামের এক জাতীয় মাছ এভাবে সাঁতরায়.. সিহর্স শুধুমাত্র দাঁড়ানো অবস্থায় সাঁতার কাটে ,,কারন এটি অন্য মাছের মত এটি শুয়ে সাঁতার কাটতে অক্ষম..

      7.মানুষের চোখের নিচের পাতায় 70 থেকে 80 আর উপরের পাতায় থাকে 90 90 থেকে 160টি লোম..মানব ভ্রূণের বয়স যখন তিন মাস তখন থেকেই মানুষের চোখের এই লোম গুলা ওঠা উঠা শুরু হয়..

      8.নরওয়েতে এমন একটি শহর রয়েছে যার নাম একটি অক্ষর দিয়ে তৈরি..এটি নরওয়ের একমাত্র শহর যা Å (উচ্চারণ “অ্যাও”) নামে পরিচিত, এর অর্থ “ছোট নদী”.. একই নামে কমপক্ষে আরও সাতটি শহর রয়েছে।

      9.এখন আমরা যেই অ্যাপলের logo এর সাথে পরিচিত সেটা পূর্বে ছিলো না। মূলত, নিউটন একটি গাছের নীচে বসে আছেন আর একটি আপেল তাঁর মাথায় পড়ছে এমনই একটি লগো প্রথমে ব্যাবহার করা হয়েছিলো..

      ১0.লিখাটা পড়ে সময় নষ্ট হয়েছে ভেবে রাগ উঠলে এখনি একটি কলা খেয়ে নিন..কলা মেজাজ ঠিক রাখতে অনেকটা সাহায্য করে..একটি কলাতে আপনার প্রতিদিন যে পরিমান ভিটামিন বি 6 খাওয়ার প্রয়োজন তার প্রায় 30% থাকে..ভিটামিন বি 6 মস্তিস্কতে সেরোটোনিন তৈরি করতে সহায়তা করে, যা মুড স্ট্যাবিলাইজার হিসাবে কাজ করে.. সেরোটোনিন আপনার কর্ম দক্ষতা এবং আবেগকে প্রভাবিত করে.. এটি এমন রাসায়নিক যা আপনাকে ঘুমোতে এবং খাদ্য হজম করতে সহায়তা করে..

      Professor Answered on September 14, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.