আপনি নিজেকে সবচেয়ে বেশি কখন উপলব্ধি করেন?
আপনি নিজেকে সবচেয়ে বেশি কখন উপলব্ধি করেন?
Add Comment
১। যখন পড়ন্ত বিকেলে, মাঠে শুয়ে, আকাশ কে দেখতে থাকি,
২। যখন সন্ধ্যেবেলা, চুপ করে নদীর পাড়ে বসেই থাকি,
৩। যখন ঘরে বিছানায় শুয়ে, শুয়ে, বৃষ্টি থেমে যাওয়ার পর ঘরের চাল বেয়ে, টুপ টুপ করে, গাছের পাতায় বৃষ্টির জলের ফোঁটা গড়িয়ে পড়ার আওয়াজ শুনতেই থাকি,
৪। যখন রাস্তায় জমে থাকা বৃষ্টির জলে, ইচ্ছে করেই, ছলাত্ ছলাত্ শব্দ করে, হাঁটতেই থাকি,
৫। যখন বৃষ্টি থেমে যাওয়ার পর, হঠাত্ করেই দেখি, আকাশ জুড়ে,
৬। যখন, নিরালায় বসেই বার বারই বলতেই থাকি,
“জানি – তবু জানি
নারীর হৃদয় – প্রেম -শিশু- গৃহ- নয় সবখানি;
অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয় –
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে”,