আপনি সম্প্রতি এমন কিছু কী শিখলেন যা আপনাকে হতবাক করেছে?
আপনি সম্প্রতি এমন কিছু কী শিখলেন যা আপনাকে হতবাক করেছে?
করোনা আসার পর থেকেই আমাদেরকে নিজেদের স্বাস্থ সুরক্ষার দিকে নজর দিতে বলা হচ্ছে.. আর এ জন্য বার বার হাত ধোয়ার প্রতি জোর দেয়া হচ্ছে..
আমি যেই জিনিষটা শেখাছি, সরি শিখেছি না বলে জেনেছি বলাটাই উত্তম হবে তা আজকে শেয়ার করছি.. যা আমাকে সত্যি অনেকটাই অবাক করেছে সাথে হতাশ ও..
আমরা প্রতি দিন যদি খুব ভালো ভাবে হাত ধুতে চাই তবে একটা নরমাল ট্যাপ ইউস করে হাত ধুতে ২০ সেকেন্ডের অধিক সময় খরচ হয় না..
আর এই ২০ সেকেন্ডেই মিনিমাম ১.৫ – ২ লিটারের মত পানি খরচ হয়..
এ হিসাবে প্রতি দিন হাত ধোয়ার জন্য আমরা একজন মানুষ কমে হলেও ১৮ থেকে ২০ লিটার পানি খরচ করি..
যদি কোন ফ্যামিলিতে ৫ জন মানুষ থাকে তবে সেই ৫ জন মানুষ মিনিমাম ১০০ লিটার পানি করচ করে..
এবার আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি ২০ সেকেন্ডে হাত ধুয়ে ট্যাপ অফ করতে পারেন নাকি আরো সময় নেন? সত্যি বলতে আমি নিজে খেয়াল করে দেখেছি আমার প্রায় ৪০ থেকে ৪৫ সেকেন্ড সময় লেগে যায়..
যদি হাত ধুতেই দৈনিক এত পানি খরচ করি তা হলে একবার ভাবুন তো গোসল করতে বা অন্যান্য কাজ করতে দৈনিক কি পরিমান পানি আমরা খরচ করি..
এবার আসি আসল ঘঠনায় যা আমাকে প্রচন্ড হতাশ করেছে..
এ ভাবে দৈনিক ভূ-গর্ভস্থ পানি খরচ করার কারনে ২০৫০ সালের আগেই বাংলাদেশের ঢাকা সহ অনেকগুলা সিটিতে পানির সংকট দেখা দিবে বলে ধারনা করা হচ্ছে..
এখনই ঢাকার অধিকাংশ মানুষ ভালো পানি পাচ্ছে না খাবার কিংবা গোসলের জন্য.. এমন অনেক এলাকা আছে নাকি যেই জায়গার পানি কাউকে চা হিসাবে সামনে নিয়ে দিলে সে বুঝতেই পারবে না এটা ময়লা পানি নাকি দুধ চা..
শুধু বাংলাদেশ নয় ইন্ডিয়ার NITI জানায় আগামী কয়েক বছর পরে ইন্ডিয়ার প্রায় ২১ টা সিটিতে কোন প্রকার আন্ডারগ্রাউন্ড ওয়াটার পাওয়া যাবে না..
এক রিসার্চে জানা যায়, বছর জুড়ে বিশ্বের অন্তত ৫০ কোটি মানুষ ব্যাবহার উপযোগী পানি সংকটে ভোগে.. এর মধ্যে তিন জনের এক জনই ভারতবর্ষের..
এছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বে সুপেয় পানির সংকটে ভুগছে প্রায় ৭৬ কোটিরও বেশি মানুষ..আগামী ২০৫০ সাল নাগাদ ৯৩০ কোটি মানুষের মধ্যে ৭০০ কোটি মানুষ সুপেয় পানির সংকটে পড়বে.. এখনই বিশ্বে প্রায় ৪০ শতাংশ মানুষ পানি পায় না অথবা তাদের কাছে নিরাপদ পানি পৌঁছায় না..
তাই বলবো এখনো সময় আছে পানির অপচয় বন্ধ করুন.. হয়তো ভাবছেন আপনি একা কি করবেন..
আপনি একা একজন যদি জাস্ট ৪০ সেকেন্ড ট্যাপ ছেড়ে হাত না ধুয়ে ২০ সেকেন্ডে হাত ধুয়া শেষ করতে পারেন তবে আপনি একাই দৈনিক ২০ লিটার পানির অপচয় কম করবেন..
যদি পরিবারের ৫ জনকে বুঝাতে পারেন তবে ১০০ লিটার পানি অপচয় বন্ধ করতে পারছেন.. সংখ্যাটা কম নয় কিন্তু..