আমার জিবনকে সহজ সরল আনন্দময় কিভাবে গড়ে তুলবো?
আমার জিবনকে সহজ সরল আনন্দময় কিভাবে গড়ে তুলবো?
সহজ সরল আনন্দময় জীবন যাপন সবাই প্রত্যাশা করেন। প্রত্যাশা করা ভালো কিন্তু জীবনটাতে আনন্দ উপভোগ করতে চাইলে, জীবন যাপনে কিছু পরবর্তন দরকার।
লোভ: কথায় আছে “লোভে পাপ, পাপে মৃত্যু”। অতিরিক্ত লোভ জীবনের আনন্দ কেড়ে নেয়।
টাকা-পয়সা: অর্থ বা টাকার পিছনে ছোটাছুটি বন্ধ করা। অসৎপথে অর্থ উপার্জনের ফলে জীবনের কমে যায়।
আশা আকাঙ্ক্ষা: বেশি আশা আকাঙ্ক্ষা বা দুরাসা ভালো জিনিস না। জীবন যাপন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর বেশি আশা আকাঙ্ক্ষা থেকে আনন্দ হারানোর সম্ভাবনা থাকে।
আচার ব্যবহার: ছোট বড় সবার সাথেই নম্র, ভদ্র ও ভালো ব্যবহারে কথা বলুন। কথায় আছে গিভ এন্ড টেক। আপনি যাহা দিবেন প্রতিদানে তাহাই পাবেন। কারো সাথে যদি খারাপ আচার ব্যবহার করেন, প্রতিদানে একই ব্যবহার ফিরে পাবেন। ফলে জীবনের আনন্দ থাকে না।
জীবনকে সহজ সরল ও আনন্দময় উপভোগ করতে চাইলে উপরে উল্লেখিত বিষয়সমূহ পরিবর্তন করোন। পাশাপাশি আত্ম সন্তুষ্টি বৃদ্ধি করার ফলে জীবন হয়ে উঠবে আনন্দে ভরপুর।