আমার জীবন উন্নতি করতে পারে এমন ৫টি অভ্যাস কী?
আমার জীবন উন্নতি করতে পারে এমন ৫টি অভ্যাস কী?
Add Comment
ফালতু বেশি কিছু বলব না। যদি সত্যি উন্নতির কোন রাস্তা থাকতো তাহলে মানুষ, এত রকম রাস্তা দেখাতো না। কঠিন বাস্তবের সঙ্গে এক হাত লড়ুন। অভাব কষ্ট অপমান থেকে চাহিদা তৈরি করুন, তৈরি করুন কাটায় লংকা বাটার ন্যায় যন্ত্রনার অনুভূতি। একই ভুল বারবার করুন, কারোর উপদেশ নয়, নিজের উপদেশ সৃষ্টি করুন। আসলে যে গাছটা অনেক বন্যার সাক্ষী ছিল, জরাজিন্য বাতাবিহীন আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার বাস্তবের প্রতিকূল অবস্থা সে বলেনি কাউকে । তবুও আমরা লিখে ফেলি ।আপনাকেও লেখা হবে, নিজেকে তৈরি করুন।