আমি কীভাবে অলসতা কাটিয়ে উঠতে পারি এবং প্রেরণা পেতে পারি?
আমি কীভাবে অলসতা কাটিয়ে উঠতে পারি এবং প্রেরণা পেতে পারি?
স্বর্ণা ইসলাম আপু প্রথমেই আপনকে ধন্যবাদ জানাই এরকম একটি প্রশ্ন করার জন্য।আসলে আমি নিজেই অলস,আগেও ছিলাম,বর্তমান এও আছি এবং ভবিষ্যৎ এ ও বোধ হয় থাকব।কিন্তু আমি অলসতা কাটানোর জন্য অনেক কিছুই করি।এই উত্তর এ এগুলোই শেয়ার করলাম ।
আমরা বর্তমানে অলস সময় কাটাই যেটিতে সেটি হচ্ছে ফেসবুক।ফেসবুক যাতে আমার মুল্যবান সময় নষ্ট করতে না পারে এই জন্য আমার পড়ার টেবিলের দেয়ালে এই লেখাটি লিখে রেখেছি
তাও মাঝে মাঝে ফেসবুকে ঢুকলেও এই লেখাটি দারুণভাবে আমাকে বের হতে সাহায্য করে।কিন্তু তারপরেও অলসতা ঝেঁকে বসে পড়াশোনা একদম করতে ইচ্ছা করে না।কিন্তু পরিশ্রম আর শ্রম তো দিতেই হবে।তাই এই ছবিটাও পড়ার টেবিল এর সামনে আটকিয়ে রেখেছি-
সব ছেড়েছুঁড়ে পড়তে বসতে,অলসতা কাটাতে এই লেখাটিও আমাকে অনেক সাহায্য করে।তারপর আমার আবার একটা সমস্যা কঠিন বিষয়গুলোকে খুব ভয় পাই।পড়তেই ইচ্ছে করে না।এই ভয় এড়ানোর জন্য আমি টেবিল এর একপাশে এই ছবিটি এটে দিয়েছে-
এগুলোই আমার নিত্যদিনের অলসতা কাটানোর সঙ্গী।তবে এগুলো লাগানোর পর পড়াশোনাতে একটু বেশি ইন্টারয়েস্ট ফিল করি।এছাড়া কিছুদিন আগে শ্রেয়সী দিদি মনির একটা উত্তরকেও দারুন ভাবে ফলো করি,
শ্রেয়সী ভট্টাচার্য্য (Shreyashi Bhattacharjee) ,আপনিও দেখতে পারেন।পড়তে বসলে কিভাবে অন্য সব চিন্তা থেকে দূরে থাকা যায় এবং পড়ায় মনোযোগী হওয়া যায়?
আলস্য কাটিয়ে উঠার একমাত্র প্রেরণা নিজের কাছেই।তবুও একটু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম চাইলেই ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ