আমি কীভাবে নিজের পথ থেকে বেরিয়ে যাব?
আমি কীভাবে নিজের পথ থেকে বেরিয়ে যাব?
বিঃদ্র উত্তর সবার জন্য। আমি বলতে যারা পড়ছে তারা নিজেরাই।
আমি এক পথ গিয়ে দেখলাম সামনে দুটি পথ বাক নিয়েছে ডান দিকে আর বাম দিকে, আমি সামনে য়েতে য়েতে বললাম আমার পথ আমি বেছে নিয়েছি। তখন একজন মুরব্বী এসে বলল তোমার কোন পথ এটা আগেই বানানো হয়েছে, চাইলে তুমি এই পথ অনুসরণ করতে পার এই পথে চলতে পার কিন্তু এটি তোমার পথ না। তুমি শুধুমাত্র এটি ব্যবহার করো। এখন আমি রাগ করে অন্য পথে চলে গেলাম আর একই ঘটনা ঘটল।
এবার মূল উত্তরে আসা যাক।
আমি কীভাবে নিজের পথ থেকে বেরিয়ে যাব?
এর মানে আমি সিন্ধান্ত নিলম য়ে সেটা করবো কিন্তু পরে আমি সেই সিন্ধান্ত থেকে বেরিয়ে আসব, এটাই হলো কথা।
কিন্তু এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় য়ে আর সিদ্ধান্ত থেকে মুখ ফিরিয়ে নেওয়া য়ায় না। য়দি সেটি সাধারণ বিষয় হয় তবে এটা খুবই সহজ। প্রথমে আমি আর এগোচ্ছি না বলে থেমে যান, সমস্যা সমাধান 😇।