আমি নিজেকে কিভাবে উন্নত করব?
আমি নিজেকে কিভাবে উন্নত করব?
নিজেকে উন্নত করতে হলে নিজেকে জানতে হবে। নিজেকে জানতে হলে নিজ দেশকে, দেশের সংস্কৃতিকে জানতে হবে। বাংলা সংস্কৃতিকে বোঝার জন্য আজ যে অ্যাপটি নিয়ে কথা বলবো, এটি আমার জানামতে সর্ববৃহৎ সংগ্রহ। বাংলা লোকগানের এত বড় সংগ্রহ বোধহয় আগে কেউ করেননি। Bangla Gan – Apps on Google Play এতে প্রায় ৫ হাজার গান রয়েছে যা অনায়াসে অক্ষর অনুযায়ী সার্চ করে খুঁজে পাওয়া যাবে। তাছাড়া অ্যাপটিতে রয়েছে লিস্ট আকারে দেখা ও লিষ্ট থেকে বেছে নেওয়ার সুবিধা। এত সুবিধা সম্পন্ন অ্যাপটির সাইজ শুনলে আপনি অবাক হবেন। হ্যা, এটি এতটাই ছোট যে, আপনার ক্যামেরায় তোলা একটা ছবির চেয়েও ছোট। মাত্র ৪ এমবি জায়গা দখল করা অ্যাপটির ভেতরে রয়েছে ৫ হাজার গানের অফলাইন সংগ্রহ। এক মুহুর্তে খুঁজে বের করুণ অক্ষর অনুযায়ী যেকোনো গান।