আসলে কী কষ্টের পরে সুখ আসে?
পৃথিবীতে সুখ বলতে কিছু নেই
আবার পৃথিবীতে সুখ আছে
যে ব্যক্তি বুক বিলাসিতা ভোগ করেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না সে হলো সবচেয়ে বড় দুঃখী ব্যক্তি।
আর শত কষ্টের মাঝেও জীবন যাপন করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সে হলো সবচেয়ে সুখী ব্যক্তি।
একটা উদাহরণ দেই :একজন ব্যক্তি মাঠে-ঘাটে কাজ করে একজন কৃষক তার ছেলেকে লেখাপড়া করে ভালো একটু চাকরি পাইয়ে দিল। আর সেই সুখ সয়বার মত বা বুক করার মত সময়সীমা হলো না সে পৃথিবী থেকে বিদায় নিল। কষ্টের পরে যে সুখটা আসলো সেটা কিন্তু তার জন্য না তার ছেলে কিছু ভোগ করতে পারে। শত কষ্টের মাঝেও থেকে যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে বলবে আলহামদুলিল্লাহ সেই হচ্ছে সবচেয়ে বড় সুখী এবং কষ্টের পরে তারও সুখ।