একজন মানুষের কোন গুণগুলো আপনাকে মুগ্ধ করে?
একজন মানুষের কোন গুণগুলো আপনাকে মুগ্ধ করে?
Add Comment
- যখন দেখি কোনো মানুষ (যেকোনো কারণবসত হোক) কোনটা সত্য, কোনটা মিথ্যা, তা অন্য কারো কথার উপর ভিত্তি না করে, নিজে পরখ করে সিদ্ধান্ত নিতে পারে।
- যখন দেখি কেউ, দুই দলের ঝগড়ার মিমাংসা করে।
- সামাজিক সমস্যা সমাধানে দক্ষ এবং কর্মঠ ব্যাক্তিকে দেখলে।
- পরিষেবামূলক মানসিকতা সম্পন্ন এবং পরিষেবাপ্রবন ব্যাক্তিকে দেখলে।
- শিক্ষামূলক সামগ্রী এবং মাদ্রাসা বা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আগ্রহ যাদের আছে, তাদের দেখলে।
- আত্মনির্ভরশীল এবং নিষ্ঠাবান ব্যাক্তিত্ব সম্পন্ন ব্যাক্তিকে দেখলে।
- সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব এবং সমস্যাগুলোর সমাধানে জনপ্রিয় এমন ব্যাক্তিদের।
- মানবিক গুনসম্পন্ন ব্যাক্তিত্বের কাউকে দেখলে যারা ছোট, বড়, ধনী, গরিব সবার সাথে সদ ব্যবহারকারী।
- রাস্তায় চলাচলের সময় যে অচেনা মানুষদেরও সালাম জানায়