একটা মেয়েকে কিভাবে নিজের মনের কথা বলবো?

    Default Asked on December 13, 2023 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      আমি একটা মেয়ে হয়ে বলতে পারি, মেয়েরা কিন্তু আপনাদের চেয়েও অনেক ভালো করে বুঝতে পারে তাকে আসলে কে পছন্দ করে, সে আপনারা জানান বা না জানান।

      কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার প্রভাবে মেয়েরা ব্যাপারটা কে বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে যায়। কারণ মেয়েরা যেহেতু বাবার রাজকন্যা মনোভাব নিয়ে বেড়ে ওঠে তাই তাদের মধ্যে আপনা থেকেই একটা আভিজাত্য ভাব চলে আসে। যেটা অনেক মেয়ে ভালো ভাবে প্রদর্শন করে অর্থাৎ সরাসরি হআবার অনেক মেয়ে সবার সামনে অপদস্ত করে, ঘোল ঢেলে নির্বাসন দেওয়ার মতো কাজ করে মজা পায়।

      যাই হোক, মেয়েদের নিজের মনের মতো কথা বলা একদম ই কঠিন কাজ নয় যতটা কঠিন সবাই ভাবে। তবে হ্যাঁ একটা কথা বলে রাখি, আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কাজ করতে যাবেন না। কারণ ভালোবাসার স্থান পায়ে নয়, বুকে। যেখানে একবার নত হলে সম্পর্ক টিকবে সেখানে নত হোন। কিন্তু তাই বলে বারবার নয়, সেটা ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই বললাম।

      যাই হোক, সবার প্রথম মন জয় করতে হবে।

      মেয়েদের মন জয় করার সহজ উপায় ১: কোন মেয়েকে কখনো আপনার মনের কথা ফট করে বলে ফেলবেন না, এতে তার আপনার প্রতি অবহেলা চলে আসবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ২: মেয়েরা সবসময় বিপরীত দিকে আকর্ষণ বেশি হয়। আপনি যত মেয়েদের এড়িয়ে চলবেন তত তারা আপনার দিকে অগ্রসর হবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩: ভুলেও মেয়েদের নামে খারাপ কিছু বলবেন না, বিশেষ করে আপনি যাকে পছন্দ করেন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪: মেয়েদের প্রসংসা করতে শিখুন, এতে আপনার সঙ্গীর মন পেতে সহজ হবে । মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫: আপনি যাকে মনের মানুষ বানাতে চান তাকে প্রথমে নানান কায়দায় বোঝাতে চেষ্টা করুন ।আপনার সঙ্গী কি কি পছন্দ করে আর কি অপছন্দ সেগুলো ভালভাবে জেনে নিন । মেয়েদের মন জয় করার সহজ উপায় ৬: আপনার সঙ্গীর পছন্দের কাজ গুলো বারে বারে দেখানোর চেষ্টা করুন। এতে আপনার সঙ্গী খুশি হবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৭: পরিচ্ছন্ন-গোছগাছ কেবল উচ্চতাই নিজেকে উপস্থাপন করার গুরুত্বপূর্ণ ফ্যাক্ট না। মূল বিষয় হচ্ছে নারী লক্ষ করে কোন পুরুষ নিজের বিষয়ে কতোটা সচেতন। পুরুষকে যথার্থ সতর্ক থাকতে হবে প্রথম দেখায়। হতে হবে নিজের প্রতি যত্নশীল, মনে রাখবেন এলোমেলো চুল, নোংরা নখ, দুর্গন্ধযুক্ত মোজা, কালি ছাড়া জুতা, শার্ট বা জিন্সে দাগ এমন যে কোন বিষয় হতে পারে অপছন্দ করার অন্যতম কারণ। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৮: পোষাক জ্ঞান খুব দামী কাপড় পরে নারীর সামনে যেতে হবে এমন কোনো কথা নেই। তবে, পোশাকটি অবশ্যই ফ্যাশনেবল এবং আধুনিক ডিজাইনের হতে হবে। সেই সঙ্গে লক্ষ রাখতে হবে, যেন পোশাকে সাবলিল থাক যায় ।যাতে করে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ব্যাক্তিত্ব জ্ঞান নারীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে তারা পুরুষের বিচারবুদ্ধি সম্পন্ন রসবোধের বিষয়টি উপভোগ করে। কিন্তু মজা করতে গিয়ে এমন কিছু বলা বা করা যাবে না যা অন্যকে উপহাস করে বা ভদ্রতার সীমা অতিক্রম করে। দায়িত্ববোধ মেয়েরা দায়িত্ববান পুরুষ পছন্দ করে।

      মেয়েদের মন জয় করার সহজ উপায় ৯: ছোট ছোট বিষয়ে খেয়াল রাখতে হবে। যেমন-পুরুষের দায়িত্ব হচ্ছে নারী সঙ্গীটিকে নিরাপদে রাস্তা পার হতে সাহায্য করা। কখনোই তাকে পেছনে ফেলে নিজে এগিয়ে না যাওয়া। বেড়াতে যাওয়া বা খাবার এমন বিষয়ে তার পছন্দের প্রতি সন্মান প্রদর্শন করা ,গুরুত্ব দেয়া। মনে রাখতে হবে নারীরা গুরুত্ব পেতে ভালোবাসে। তারা সবসময় পুরুষ সঙ্গিটিকে নিজের সর্বোত্তম আশ্রয় ও প্রাপ্তির নিশ্চিত সীমান মনে করে। মেয়েরা তার পুরুষ সঙ্গীর দায়িত্ববোধ নিয়ে সহপাঠী,সমবয়সী ও আত্মীয়দের মাঝে গর্ব করতে ভালবাসে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ১০: প্রশংসা নারী সঙ্গীর প্রতি মুগ্ধতা দেখাতে হবে। বাইরে যাওয়ার সময় তার সাজের প্রশংসা করতে হবে। নারী সঙ্গীর দেয়া উপহার সানন্দে গ্রহণ করতে হবে। তার রান্নার প্রশংসা করুন। কখনো যদি পছন্দ মতো নাও হয়, কোনো ভাবেই বিরক্তি প্রকাশ করা যাবে না। মনে রাখতে অনেক আন্তরিকতা নিয়ে কষ্ট করে শুধু পুরুষ সঙ্গীকে খুশি করার জন্যই মেয়েরা ব্যাস্ত থাকে। তার সাথে দেখা হলে প্রথমেই মিষ্টি হাসি ধরে রাখতে হবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ১১: শান্ত স্বভাব অনেক পুরুষের বৈশিষ্ট হচ্ছে তারা খুব অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু খুব সহজেই আবার রাগ কমে যায়। পুরুষের কাজ হবে, কিছুটা সময় শান্ত থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখা। মেয়েদের মন জয় করার সহজ উপায় ১২: নারীরাও আজকাল রাগী, আক্রমণাত্বক সঙ্গী পছন্দ করে না। রাগ করার মতো সুনির্দিষ্ট কারণ থাকলে নারী সঙ্গীকে শান্তভাবে বুঝিয়ে বলতে হবে। সম্মান প্রদর্শন নারীকে সম্মান করতে হবে। অনেকের মাঝে নারীকে হেয় করে কথা বলার প্রবণতা দেখা যায়। তবে নারীও মানুষ সে পুরুষের সমান গুরুত্ব এবং সম্মান পাওয়ার অধীকার রাখে।

      মেয়েদের মন জয় করার সহজ উপায় ১৩: আপনাকে সময়ানুবর্তী হতে হবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ১৪: আপনার সঙ্গীর মনযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি তার চোখেই চোখ রেখে কথা বলুন, কিছুক্ষণের জন্য তার সমস্ত মনযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনি। তিনি চান কিংবা না চান, আপনার কথা তাঁকে শুনতেই হবে গুরুত্ব সহকারে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ১৫: আপনি কি ভাই খুব ফিটফাট গোছালো? প্রথমেই মাইনাছ! কিছুটা অগোছালো, এলোমেলো ছেলেই নাকি সুন্দরী মেয়েদের বেশি পছন্দ! তবে সাবধান! উদ্ধত্যপূর্ণ কিংবা ছেঁড়া-ফাঁড়া পোশাক বাদ দিন। ভালো পারফিউম ব্যবহার করুন। তাহলে আপনার সঙ্গীর মন পেতে পারেন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ১৬: চোখই আপনাকে বলে দেবে হাসিটা স না মিথ্যা মুখে তো সকলেই হাসেন, কিন্তু সেই আন্তরিক কিনা কীভাবে বুঝবেন? আন্তরিক হাসিতে ঝলমল করে ওঠে মানুষের চোখ, যা কৃত্রিম হাসিতে হয় না। একটু লক্ষ্য করুন, নিজেই বুঝতে পারবেন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ১৭: চোখের মনি জানিয়ে দেয় মানুষটি আগ্রহী কিনা অনেক কথা বলছেন আপনি, কিন্তু সামনের মানুষটি আগ্রহ নিয়ে শুনছে কিনা কীভাবে বুঝব আগ্রহ নিয়ে কিছু শুনলে বা দেখলে মানুষের চোখের মনি স্বাভাবিকের চাইতে বড় দেখায়। এটাও একটু লক্ষ্য করলেই জানা যায়।

      মেয়েদের মন জয় করার সহজ উপায় ১৮: চোখে চোখে কথা বলা ভালো লক্ষণ পরস্পরের চোখের ভাষা বুঝতে পারা, চোখের ইঙ্গিত ধরে নেয়ার ক্ষমতাটি আসলে ভালোবাসার লক্ষণ। দুটি মানুষ যখন পরস্পরকে গভীরভাবে ভালোবাস তখন তাঁরা সেটা পারেন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ১৯: চোখ জানিয়ে দেয় প্রতারণার কথা বেশিরভাগ মানুষই মনে করেন যে মিথ্যুকেরা চোখে চোখ রেখে কথা বলে না। কিন্তু এই ধারণা কিন্তু অনেকটাই ভুল। মারাত্মক ধরণের মিথ্যুকেরা চোখে চোখ রেখেই কথা বলে, শান্ত ও স্থির দৃষ্টিতে। বরং মিথ্যুকেরা প্রয়োজনের চাইতে বেশি চোখাচোখি করে কাউকে খুব বেশি চোখাচোখি করে কথা বল থাকুন যে আপনার কাছে সে মিথ্যাকে সত্য প্রমাণ করতে চাইছে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ২০: মেয়েরা হ্যাপি নিউ ইয়ার, জন্মদিন, ভ্যালেনটাইন ডে ইত্যাদি এইসব দিনে একটু বেশি আবেগি থাকে তাই এই সব দিনে যদি একটা উপহার আপনার প্রিয় জন কে দিতে পারেন তাহলে তাহলে আপনার সম্পর্ক আরো ভাল হবে। কিন্তু মনে রাখবেন বেশি আবেগ দেখাতে গিয়ে ধরা খাইয়েন না। তাই বলে অকারণে বার বার উপহার দিবেন না। মেয়েদের মন জয় করার সহজ উপায় ২১: আপনি যাকে পছন্দ করেন তার সাথে কথা বলার সময় মুচকি হাসি দিন । মেয়েরা ছেলেদের মুচকি হাসি ভিশন পছন্দ করে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ২২: আপনার ভাল লাগা গুলো তার সাথে শেয়ার করুন । এতে মেয়েটি আপনার প্রতি মনোযোগ দেবে‌ । মেয়েদের মন জয় করার সহজ উপায় ২৩: আপনি কোথায় কি করেন সেটা তাকে জানান। এতে মেয়েটি আপনাকে সৎ ভাবতে শুরু করবে।

      মেয়েদের মন জয় করার সহজ উপায় ২৪: ভুলেও তার সাথে কখনো মিথ্যা কথা বলবেন না । মেয়েরা মিথ্যাবাদী ছেলেকে পছন্দ করে না। মেয়েদের মন জয় করার সহজ উপায় ২৫: মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী ছেলেকে পছন্দ করে । নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ২৬: নিজের মধ্যে সবসময় সাহস কাজ করাতে হবে । মেয়েদের মন জয় করার সহজ উপায় ২৭: যার মনজয় করতে চান তার সব কাজে সব সময় প্রসংসা করুন । মেয়েদের মন জয় করার সহজ উপায় ২৮: প্রসংসা যেন কখনো বেশি না হয় সেদিকে খেয়ালা রাখবেন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ২৯: তাকে নিয়মিত কিছু উপহার দিন তার ভাল লাগা কিছু যা সে পছন্দ করে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩০: তার মন ভাল রাখার জন্য নানা ধরনের হাসির গল্প তাকে শোনান । মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩১: তার মন ভাল রাখার জন্য নানা ধরনের হাসির গল্প তাকে শোনান । মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩২: তাকে আপনার মনের মত করে নেওয়ার চেষ্টা করুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩৩: ভালবাসার প্রথম শর্ত হল প্রিয়মানুষটার কাছে সৎ থাকা। তার কাছে কোনকিছুই গোপন করা যাবে না। আপনে সারাদিন যা করেন তা তার সাথে শেয়ার করুন।

      মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩৪: আপনার প্রিয়তমাকে তার দূর্বলতার কথা তুলে রাগানো যাবে না। এটা মেয়েরা পছন্দ করে না। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩৫: কখনো যেন আপনার সঙ্গী বুঝতে না পারে যে আপনি তাকে এড়িয়ে চলছেন । কারণ নিজের অর্থসম্পদের চেয়ে তাকে বেশি ভালবাসতে হবে। প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালবাসা পেতে চায়। নারী চায় তার প্রিয়মানুষ তার প্রতি যত্মবান হোক। সবকিছুর উর্ধ্বে তাকে দেখুক। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩৬: অপনার ব্যক্তিত্ব কি কমিডি তাহলে আপনার প্লাস পয়েন্ট কারণ ,,,মেয়েরা হাস্য-রস পছন্দ করে। যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে, মেয়েরা ঐসব ছেলেদের পছন্দ করে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩৭: আপনাদের একটা কথা বলব কেবল যৌনতার জন্য সম্পর্ক কিনা ভেবে দেখুন কেবল যৌনতার জন্য প্রেম হলে তাঁর কোন ভবিষ্যৎ হয় না। কখনোই হয় না। এই কথাটা কখনো ভুলবেন না। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩৮: আপনার ভাল লাগার চেয়ে আপনার প্রিয়তমার দিকে বেশি খেয়াল রাখুন । মেয়েদের মন জয় করার সহজ উপায় ৩৯: আপনি কি একটু রাগী রাগটা আড়াল করে রাখুন। রাগী ছেলেদের মেয়েরা পছন্দ করে না।মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪০: আপনার ভবিষৎ কি তা তার সাথে শেয়ার করুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪১: ভালবাসার প্রথম শর্ত হল প্রিয়মানুষটার কাছে সৎ থাকা। তার কাছে কোনকিছুই গোপন করা যাবে না। তাই আপনি কোন কিছু গোপন করবেন না। তার সাথে আপনার সব কিছু শেয়ার করার চেষ্টা করুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪২: প্রিয়তমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে। সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে। এতে আপনার প্রতি তার মনোযোগ বাড়ব। তার মন পাওয়া আপনার জন্য একটু সহজ হবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪৩: নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে। এতে মেয়েরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে। আপনাকে সৎ ভাবতে শুরু করব। আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪৪: ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল। সেসব গল্প নাইবা বললেন আপানার প্রিয়তমাকে। যদি সে কখনো জানতে চায় তবেই বলা যেতে পারে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪৫: আপনাকে একজন ভাল শ্রোতা হতে হবে কারণ, মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে। আপনার প্রিয় মানুষটির গাল-গল্পে বিরক্ত হবেন না যেন। তাহলে সে আপনার উপরে চটে যাবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪৬: প্রিয়তমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করে কথা বলুন। এতে মেয়েরা খুশি হয়। এটি মেয়েদের ভিশন পছন্দ। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪৭: আপনার মনে বেদনার পাহাড় জাগতে পা্রে। তাই বলে সবাইকে বলে কয়ে বেড়াবেন এমন নয়। প্রিয় নারীকেও আপনার দুঃখ-কষ্ট বুঝতে দেবেন না। বরং হাসি খুশি থাকুন। এতে আপনাকে দায়িত্বশীল ভাববে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪৮: কথায় বলে প্রকৃতি শুন্যস্থান পছন্দ করে না। তাই যথাসম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকুন। তাকে ঘনঘন সময় দিন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৪৯: প্রিয়মানুষটির পছন্দ-অপছন্দের প্রতি খেয়াল রাখুন। তার ভালো লাগা, মন্দ লাগার বিষয়গুলো মাথায় রাখুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫০: প্রিয়তমার সঙ্গে কখনো অন্যকোন নারীর তুলনা করবেন না। কোন নারীর তুলনা পছন্দ করেন না। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫১: অনেকে মনে করেন প্রেমিকার সঙ্গে বন্ধত্ব করা যায় না। কথাটি ভুল। আগে বন্ধুত্ব পরে প্রেম। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫২: প্রেমিকার বিশ্বাসে কখনো আঘাত করবেন না।তার নিজস্ব চিন্তা-চেতনাকে সম্মান করুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫৩: প্রিয়তমার শরীরের মোহে না পরে তার মনের গুরুত্ব দিন। শরীর বৃত্তিয় ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। ভালোবাসুন মনে থেকে। তাহলে শরীর মন দুটোই পাবেন অনায়াসে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫৪: আপনার কথাটা তাকে বোঝানোর জন্য তাড়াহুরা করবেন না । কারণ মেয়েরা ধৈর্য্যবান ছেলেদের ভীষণ পছন্দ করে । মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫৫: আপনার কি রাগ বেশি তাহলে মেয়েদের থেকে অনেকটা আলাদা হয়ে গেলেন ।আপনার রাগ একটু কমানোর চেষ্টা করুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫৬: আপনি কি জানেন মেয়েরা রসিকতা ছেলেদের বেশি পছন্দ করে। আপনার রসিকতার মাধ্যমে তাকে ভালবাসার কথা বলা যেতে পারে । মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫৭: সাড়াজীবন কাউকে কাছে পেতে চাইলে তাকে সহজে কাছে পাওয়ার আশা না করে তাকে জয় করার চেষ্টা করুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫৮: মেয়েরা ছেলেদের মুচকি হাসি খুব উপভোগ করে । আপনি এটা করার চেষ্টা করুন। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৫৯:আপনি মেয়েদের মর্যাদা দিতে শিখুন তাতে আপনার সম্পর্কে মেয়েদের ভাল কিছু ধারনা আসবে। মেয়েদের মন জয় করার সহজ উপায় ৬০: যাকে পেতে চান তার প্রতি সময় দাও এবং তাকে তোমার ভাল লাগাটা শেয়ার করো । তার মনকে ভালভাবে জয় করার চেষ্টা করুন । দেখবেন প্রিয় মানুষটি আপনার হয়ে গেছে ।

      ভাই কষ্ট করলে কেষ্ট মেলে ।😆

      মেয়েদের মন পাওয়া কঠিন নয় বলেও দিব্যি 60 টা টার্ম এর পরীক্ষা দেওয়ার কথা লিখে দিলাম 😆😆

      প্রথমে মেয়ে এমন ,

      Professor Answered on December 13, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.