এখনও পর্যন্ত আপনার সেরা পরিবর্তন কোনটি?
এখনও পর্যন্ত আপনার সেরা পরিবর্তন কোনটি?
Add Comment
- কোন পরিস্থিতিতেই আর হতাশ হই না ।
- রাগ ক্ষোভ নিয়ন্ত্রন করতে পারি ।
- উপলব্ধি করতে শিখেছি জীবনে কোন কিছুই অপরিহার্য নয় ।
- নিজের সঙ্গ উপভোগ করতে শিখেছি । একাকীত্বের আনন্দ মানুষের ভীড়ে পাওয়া সম্ভব নয় । একাকীত্বের মাঝে নিজের প্রতি যতটা ফোকাস করা সম্ভব , ভীড়ের মাঝে সেটা সম্ভব নয় ।
- অবলীলায় ক্ষমা করে দিই , কিন্তু ভুলিনা কিছুই ।
- বুঝতে শিখেছি আমার আশেপাশের মানুষগুলো সবাই আমার কাছে কিছু না কিছু প্রত্যাশা করে । কিন্তু শুধু একটা মানুষ হিসেবে আমাকে কেউ চায় না ।