এখনও পর্যন্ত কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনশিক্ষা আপনি পেয়েছেন?
১। বেকার হলে, কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে মতামত দানে বিরত থাকা, বাঞ্ছনীয়। প্রতিক্রিয়া আসতে পারে, “চাকরি বাকরীর নাম নাই, মতামত দানে ক্লান্তি নাই”।
২। দরিদ্র হলে, গভীর জ্ঞানের আলোচনায়, জ্ঞান অর্জনের কাজটি করা হোক, কিন্তু, বিতরণের মহান কর্তব্য পালন থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। কারণ, আসতে পারে প্রতিক্রিয়া, “ নিজের নাই খাওয়ার জোগাড়, বড় বড় কথার সওয়ার”।
৩। আত্মীয় স্বজন, চেনা পরিচিতদের মধ্যে কতিপয় ব্যক্তিবর্গ একটি নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভূক্ত থাকেন। সেটা হচ্ছে, “আমরা আগেই জানতাম” শ্রেণী।
এঁরা, কেউ পরীক্ষায় সফল হলে বলেন, “আমরা আগেই জানতাম, একে আটকানো যাবে না”, পরীক্ষায় ব্যর্থ হলে বলেন, “আমরা আগেই জানতাম, এর দ্বারা হবে না”। চাকরী হলে বা না হলে, বিয়ে হলে বা না হলে, সুখী দাম্পত্য জীবন হলে বা বিবাহ বিচ্ছেদ হলে, “আমরা আগেই জানতাম” বাক্যটির সার্থক প্রয়োগে সুনিপুন দক্ষতার পরিচয় দিয়ে থাকেন তাঁরা।
এঁদের থেকে একটু, নিরাপদ দূরত্বে থাকা শ্রেয়।
৪। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে, অন্যের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের ইচ্ছা, যথাসম্ভব প্রশমিত রাখা কাম্য।
৫। জীবনে প্রতিকুল পরিস্থিতিতেও, মাথা ঠান্ডা রেখে, ধীর স্থির ভাবে, নিজের লক্ষ্যে অবিচল থাকাই শ্রেষ্ঠ কর্তব্য।