এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?
এমন কিছু উপদেশ দেবেন কি, যা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত?
• চাকুরীর পরীক্ষা দেওয়ার আগে এবং ফলাফল বেরোনোর আগে খুব বেশি মানুষকে বলার দরকার নেই অথবা ফেসবুকে চাকুরী সংক্রান্ত কিছু লিখারও দরকার নেই, কারণ যদি চাকুরীটা আপনার না হয় তাইলে আপনাকে ক্রিটিসাইজ করার মানুষের অভাব হবে না, এমনকি কাছের বন্ধুবান্ধবও ক্রিটিসাইজ করবে ।n
• জীবনে প্রতিষ্ঠিত হওয়ার আগে বেশি বন্ধু বানানোর দরকার নেই, এবং বন্ধুদের বেশি টাইম দেওয়ার দরকার নেই, কারণ আপনি যদি একটা সময়ে প্রতিষ্ঠিত না হতে পারেন, তাহলে এই কাছের বন্ধুগণও চলে যাবে, আবার প্রতিষ্ঠিত হয়ে গেলে দেখবেন বন্ধুদের অভাব হবে না, কারণ মানুষ স্বভাবতই বসন্তের কোকিল ।o
• ফেসবুকে বা কোরা তে লিখতে থাকুন , যা জানুন তা ই লিখুন, তবে ব্যাক্তিগত কিছু না লেখা ভালো, আপনি যদি লিখতে থাকেন তাহলে দেখবেন আপনি একটা সময় মানুষের সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলতেও পারছেন , যা আপনাকে আরো স্মার্ট করে তুলবে ।b
• গভীর রাত্রে এবং রাগের মাথায় অবশ্যই কোন সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ, রাত 12 টার পর সাধারণত আমরা তুলনামূলক বেশি ইমোশনাল হয়ে যাই এবং ভুল চিন্তাভাবনা করে ফেলি , অপরদিকে রাগে আমরা প্রচুর ভুলবাল কাজ করি , যার জন্য পস্তাতে হয় !i