কথা কম বলার উপায় কী?
আমি ছোট থেকেই খুবই বকবক করতাম। অনেক সময় এমন হতো যে বাবা মা বিরক্ত হয়ে যেতেন। তারপর আস্তে আস্তে বড় হলাম কথা বলা ও কমে যেত কিন্তু মা দাদা মাসী দিদিদেরকে পেলে বাঁচাল এর মত কথা বলতাম।
আমার মা খুবই কম কথা বলেন, ভেবে চিন্তে কথা বলেন। মা কে দেখে আমি ভাবতাম আমিও মা এর মত কম কথা বলবো। এই চিন্তা আমার মাথায় এসছে আরো ৮ বছর আগে। এখন সত্যিই এখন আমি প্রয়োজন ছাড়া বেশিকথা বলিনা একমাত্র মা এর সাথে ছাড়া। এক্ষেত্রে কিছু টিপস আমি শেয়ার করতে পারি যেগুলোর মাধ্যমে আমি কম কথা বলতে অভ্যাস হয়ে গেছি
- কোনো কথা বলার আগে চিন্তা করতাম আসলেই কি এটা বলা খুব দরকার। দরকার না হলে বলতাম না।
- কোনো কথা মাথায় ঘুরলে সেটাকে ডাইরি তে লিখে রাখতাম।
- মন দিয়ে কথা শুনতাম। কেউ তার মনের কষ্ট আমার সাথে শেয়ার করলে আমি শুনতাম, তাকে আশ্বাস দিতাম,অল্প হলেও ভালো কিছু বলতাম।
- প্রচুর বই পড়েছি। স্কুল পড়াশোনার বাইরে বই পড়েই বেশি সময় পার করেছি। তাই অন্যকারো সাথে অত বেশি কথার সুযোগ হয়নি।
- যাই বলেছি ভালো কথা বলেছি কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলিনি( কাউকে কটু কথা শোনানোর ইচ্ছা হলে চিন্তা করে নিতাম কিছুক্ষন দরকার হলে মনে মনে আওরিয়েছি কিন্ত মুখ দিয়ে বের করিনি)
- এভাবেই আস্তে আস্তে কম কথা বলার অভ্যাস তৈরি হয়েছে। এখন তো কথা বলতে ও মুখ ব্যাথা লাগে(যদিও আমার এই কম কথা বলা নিয়ে বাবা মা চিন্তিত