কাশির কারণে শ্বাস নিতে সমস্যা হয়, এর সমাধান কী?
ঝাল কিছু খেলে খুব কাশি হয়। ঐ সময়টা আমি শ্বাস নিতে পারি না। গত ১ সপ্তাহ যাবত আমার গলার মধ্যে কেমন ঘা এর মত মনে হচ্ছে। তবে এটা আমার তখনি অনুভব হয় যখন আমি বোতল থেকে গলা উচু করে পানি খাই বা ঝাল জাতীয় কিছু খাই। এছাড়া নরমালি কোথাও বা অন্য কিছু করার সময় এমন মনে হয় না। জোরে শ্বাস নিলে আমার বুকের মধ্যে কোন ব্যথা অনুভব করি না। কিন্তু যখনই আমি ঝাল জাতীয় কিছু খাই ( মাঝে মাঝে এমনিতেই কাশি হয়) তখন কাশি হয় এবং এসময় আমার গলার মধ্যে তরল আঠালো জাতীয় কিছু একটা অনুভব করি। মনে হয় এই তরলটা আমার শ্বাস-নালীর মধ্যে প্রবেশ করছে যার কারণে এই সময়টা আমি শ্বাস নিতে পারি না। কিন্তু ১ মিনিটের মধ্যেই আবার সব ঠিক হয়ে যায়। এরকম পরিস্থিতিতে আমি প্রতিদিন পায় ৬-৭ বার পড়ি। দয়া করে আমাকে এমন কিছু ওষুধ -এর নাম বলুন। যাতে আমি এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। –
Add Comment
আপনার সমস্যা শুনে মনে হচ্ছে আপনি “একিউট এপিগ্লটাইটিস” এ ভুগছেন। এটি শ্বাসনালীর ঢাকনা ( এপিগ্লটিস) এর প্রদাহ। আপনি দ্রুত একটি এক্সরে ( X-ray soft tissue neck, lateral view-Digital) করিয়ে একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।