কিভাবে অন্যের বলা কটু কথা ভুলে থাকা যায়?
কিভাবে অন্যের বলা কটু কথা ভুলে থাকা যায়?
Add Comment
মানুষ শুধুমাত্র তোমাকে কটু কথা শুনাতে পারবে এবং তোমার ভুল খুজতে পারবে কিন্তু তা ঠিক করতে পারবে না কারণ তুমি যা করছো বা করবে তা ভুল নয় তবে মানুষ অন্য মানুষের ভুলে দেখাতে পছন্দ করে তোমার উচিত কারো কথায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়া
কেউ তোমাকে কটু কথা শুনালে তুমি শুনবা তবে তা মনে তুলে নিবা না সে কে যে তোমাকে যা ইচ্ছে তাই বলবে আর তুমি সেরকমই হয়ে যাবে। তুমি র্তক করতেও যাবে না হাসিমুখে তার কথাগুলো শুনে তাকে ধন্যবাদ দিয়ে চলে আসবে তাতে সেও একটু লজ্জিত হবে এবং তুমি যদি সব কথার উত্তর না দিয়ে চুপ থাকো তাহলে সুবিধা হচ্ছে তোমার হয়ে কেউ না কেউ উত্তর দিয়েই দিবে হয় মানুষ আর না হয় সময় তুমি ভুলে থাকার জন্য সবসময় ভাববা কে সে যার সামান্য কথায় আমার মন খারাপ করে থাকতে হবে?