কিভাবে অন্যের বলা কটু কথা ভুলে থাকা যায়?
কিভাবে অন্যের বলা কটু কথা ভুলে থাকা যায়?
Add Comment
“তারা আমাকে সন্মান করুক আর না করুক, ভালোবাসুক অথবা ঘৃণা করুক, গুরুত্ব দিক অথবা অবহেলা করুক- আমি সবাইকে সন্মান করবো, সবাইকে ভালোবাসবো, সবাইকে গুরুত্ব দেব” কারণ আমার ভালো আচরনের রেজাল্ট আল্লাহ্ পাক অবশ্যই দিবেন কোনো সন্দেহ নাই, তিঁনি সত্য তাঁর রাসূল সা. সত্য এবং পরকালের হিসাব নিকাশ সত্য।