কিভাবে জীবন কে সাজবো?
জীবন কে সাজানোর দরকার নেই। জীবন অদ্ভুত এক ভ্রমণ। প্রতিমুহূর্ততে উত্তেজনা।আপনি চাইলে ও জীবনকে আপনার মতো সাজাতে পারবেন না। কারণ ভবিষ্যত আপনার জন্য অজানা।তাই একে সাজানোর চেষ্টা না করে, বরং জীবন আপনার জন্য যা সাজিয়ে রাখবে, সন্তুষ্ট হয়ে তা গ্রহন করেন। জীবনে যে শুধুমাত্র বেঁচে আছেন, তার জন্য জীবনকে/ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন।