কিভাবে নিজেকে পরিবর্তন করা যাবে?
কিভাবে নিজেকে পরিবর্তন করা যাবে?
Add Comment
আমি বড়মাত্রায় পরিবর্তনে তেমন সফল না। একটু একটু করে নিজেকে নিজে পরিবর্তন করতে চেষ্টা করি। আমি নিচের কয়েকটি কাজ করি, যার ফলাফল হিসেবে বছর ধরে কিছুটা পরিবর্তন টের পাই।
- আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি কোনো না কোনো পাবলিক ইভেন্টে যেতে। এ ধরণের অভিজ্ঞতা নতুন মানুষকে চিনতে সহায়তা করে।
- আমি প্রচুর লিখতে চেষ্টা করি। কাজের লেখা, অকাজের লেখা, অনুবাদ। কখনো প্রকাশ হয়, আবার কখনো প্রকাশ হয় না এসব লেখা। আমার মাথায় আমি কোনো কিছু আটকে রাখতে চাই না।
হলিক্রস কলেজের করিডোর থেকে ছবিটি তুলেছি। শেখার আছে অনেক কিছু।
- আমি প্রায়শই নতুন নতুন সমস্যা নিয়ে ভাবতে চেষ্টা করি। কোথাও কোন সমস্যা না থাকলেও ভবিষ্যতে কি হবে বা অতীতের মানুষেরা কেমন করে সমস্যার সমাধান করতো তা চিন্তা করি। শেলডন কুপারের মত চিন্তা করি।
- প্রতিদিন চেষ্টা করি ১৫ মিনিট নতুন করে কোন বিষয়ের ডকুমেন্টারি দেখতে।
গিয়েছিলাম বিজ্ঞান উৎসবে। জাফর ইকবাল স্যারের সঙ্গে দেখা হয় নাই, কিন্তু অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে।
- আরেকটা কাজ প্রতিদিন করি, যে মানুষ আমার কাছে কোনো ধরণের সহায়তা চায় আমি কাগজে কলমে লিখে তার সমাধানের চেষ্টা করি। মুখস্থ কোন বুদ্ধি দেই না।