কিভাবে পরিবারের অথবা বৃদ্ধাশ্রমের এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান যায়?
সব সময়ই আমি কিছু করতে চাই যা অসহায় মানুষের কাজে লাগবে। যেমন বৃদ্ধাশ্রমের কথা মনে হলে খুব খারাপ লাগে। কেন সন্তানরা এমন নিষ্ঠুর হয়ে যায়? আচ্ছা তাঁদের জন্য আমরা কি একটা বিভাগ তৈরি/বানাতে পারিনা? যেখানে বৃদ্ধাশ্রমের অথবা পরিবারের এসব অসহায় মানুষগুলো আমাদের সাথে একটু ভালো সময় কাটাতে পারে, শেয়ার করতে পারে তাঁদের ভিতরে পুষে রাখা জমাট বাঁধা নীল কষ্টগুল। যে বিভাগটির নাম হতে পারে “আপনের খোঁজে”/”আপন খুঁজি” অথবা “তুমি কি আমার আপন হবে?”। আসুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি!
Add Comment
সবার আগে এই চেষ্টা করা দরকার যেন বৃদ্ধ বাবা-মা দের যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়…