কিভাবে বুঝব কোনো মানুষ আমাকে ইগনোর করছে?
কিভাবে বুঝব কোনো মানুষ আমাকে ইগনোর করছে?
Add Comment
- বার্তা পাঠালে রিপ্লাই দিতে দেরি করবে।
 - কল করলে রিসিভ করতে না পারলে কল ব্যাক করবে না।
 - মেসেজ পাঠালে সিন হলেও অনেক ক্ষেত্রে রিপ্লাই দিবে না।
 - আপনার কথায় মনোযোগ কম দিবে।
 - আপনার দিকে তাকিয়ে মুগ্ধতার হাসি দিবে না।
 - আপনার সাথে চোখাচোখি কম করবে।
 - আপনাকে প্রণোদিত কিংবা আকর্ষিত করার চেষ্টা করবে না।
 - আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করবে।
 - কৌশলগত কারণে আপনার প্রতি দয়া দেখাতে পারে। তবে আপনার প্রতি আবেগ এবং ভালবাসা কম তৈরি হবে।
 - আপনার সকল কথার রিপ্লাই বা জবাব দিবে না।
 - আপনার সাথে আগ বাড়িয়ে কথা বলবেনা।
 - আপনার কোরাম বা সার্কেল থেকে নিজেকে সরিয়ে নেবে।
 - আপনি যেখানে থাকেন সেখান থেকে সে নিজেকে বিরত রাখবে।
 - আপনার সাথে পাবলিক প্লেসে একসাথে বসবে না।